নিজাম প্যালেসে গুরুত্বপূর্ণ বৈঠকে IB-CBI! বড় কিছুর প্রস্তুতি? বাড়ছে জল্পনা

বাংলাহান্ট ডেস্ক : আবারও কি বড় কিছুর প্রস্তুতি? আজ নিজাম প্যালেসে আইবি (IB) এবং সিবিআই-এর (CBI) গুরুত্বপূর্ণ বৈঠক। বিগত কয়েক মাস ধরে বাংলা জুড়ে একাধিক তল্লাশি অভিযানে গিয়েছে দুই কেন্দ্রীয় সংস্থা সিবিআই এবং ইডি (ED)। সূত্রের খবর, প্রত্যেকটি অভিযানেই নাকি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আইবি। আবারও সিবিআই এবং আইবি-র বৈঠক ঘিরে সরগরম রাজ্য।

বিশেষ সূত্রে জানা যাচ্ছে, গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত রয়েছেন আইবি-র ডেপুটি ডিরেক্টর অমিত কুমার, সিবিআই-এর জয়েন্ট ডিরেক্টর এন ভেনুগোপাল-সহ একাধিক শীর্ষ আধিকারিকরা। কয়লা, গোরু পাচার কাণ্ড থেকে শুরু করে এসএসসি নিয়োগ দুর্নীতি। দুর্নীতির অভিযোগে রাজ্যে একের পর এক জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই এবং ইডি। সূত্রের খবর, এতে নাকি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

অপরদিকে, সিবিআই মনে করছে এসএসসি দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ই নিয়োগ কেলেঙ্কারির মাস্টারমাইন্ড বলছে। কিন্তু প্রাক্তন শিক্ষা মন্ত্রী ইঙ্গিত করছেন তাঁর হাতে কিছুই ছিল না। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে যে পার্থ চট্টোপাধ্যায়ের হাতে যদি নিয়োগের না থাকে, তা হলে নিয়ন্ত্রণ করত কে? কারা নিয়ন্ত্রণ করত শিক্ষা দফতর তথা সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া?

এরপরই, পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের বিরোধিতা করেছে সিবিআই। এই বিষয়ে সিবিআই-এর দাবি, এখনই পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিলে তদন্ত প্রক্রিয়া মারাত্মক প্রভাবিত হবে। দীর্ঘ এক ঘণ্টা শুনানির পর রায় ঘোষণা স্থগিত রাখেন বিচারক। আদালত জানায়, দুপুর সাড়ে তিনটের সময়ে রায় দেওয়া হবে। এবার কী রায় দেয় আলিপুর আদালত সে দিকেই নজর সকলের।


Avatar
Sudipto

সম্পর্কিত খবর