ডেপুটি সলিসিটর জেনারেল পদ থেকে অপসারিত বিল্বদল ভট্টাচার্য, আগে ছিলেন শুভেন্দুর আইনজীবী

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেলের পদ (Deputy solicitor general of India) থেকে অপসারিত সিবিআইয়ের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য (Bilwadal Bhattacharya)। তিনি কলকাতা হাই কোর্টে সিবিআই-র আইনজীবী ছিলেন। শুক্রবার এক নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় আইন মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রপতির নির্দেশ মতো বিল্বদলকে কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেলের পদ থেকে সরানো হয়েছে।

কলকাতা হাই কোর্টে সিবিআইয়ের আইনজীবী বিল্বদল একাধিক গুরুত্বপূর্ণ মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হয়ে সওয়াল করেন। প্রাথমিক, গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি সহ একাধিক মামলায় সিবিআই এর জমা দেওয়া রিপোর্ট আদালতে পেশ করেন বিল্বদল।

কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেলের পদে ছিলেন তিনি। সেই দায়িত্ব পাওয়ার আগে আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী হিসেবেও একাধিক মামলা লড়েছেন বিল্বদল। প্রসঙ্গত, এর আগে গত অক্টোবর মাসে সংবাদমাধ্যমের একাংশের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। এতে গোপনীয়তার অধিকার খর্বের অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টের কাছে রক্ষাকবচ চেয়েছিলেন অভিষেক পত্নী রুজিরা। সেই সময় সিবিআইয়ের আইনজীবী বিল্বদল ভট্টাচার্যই এর বিরোধীতা করে রুজিরা দেবীকে থাইল্যান্ডের নাগরিক বলে উল্লেখ করেছিলেন।

সম্প্রতি সন্দেশখালিতে ইডির ওপর হামলার ঘটনায় সিবিআই এর আইনজীবী বিল্বদল ভট্টাচার্যকে উদ্দেশ্য করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বলেছিলেন,’ দুজন ইডি অফিসার অফিসার আহত হয়েছেন। তোমরা কী করছ ? তোমাদের সঙ্গে গুলি-বন্দুক থাকে না ? চালাতে পার না ? দুজন অফিসারকে মেরেছে, তোমরা ২০০ জনকে পাঠাও।’

high court

আরও পড়ুন: সন্দেশখালি নিয়ে তপ্ত আবহে রাজ্যে আসছেন মোদী-শাহ, সভা সেই উত্তর ২৪ পরগনাতেই

কিছুমাস আগে নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূলের নেতা কুন্তল ঘোষ চিঠি লিখে অভিযোগ তুলেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য ইডি তার ওপর চাপ সৃষ্টি করছে। তার ওপর শারীরিক, মানসিক অত্যাচার করা হচ্ছে এই অভিযোগ তুলে আলিপুরের বিশেষ সিবিআই আদালত এবং হেস্টিংস থানায় চিঠি লেখেন কুন্তল। সেই চিঠির প্রেক্ষিতে সিবিআই তদন্তের দাবি তুলে সওয়াল করেছিলেন এই বিল্বদলই।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর