ধর্ষণ-খুন থেকে দুর্নীতির ছায়া, ফের তদন্ত তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়কে ঘিরে

Published on:

Published on:

CBI raid at TMC MLA Sudipta Roy’s residence in RG Kar corruption case

বাংলা হান্ট ডেস্কঃ ফের আরজি কর (RG Kar) কাণ্ড নিয়ে চাঞ্চল্য ছড়াল রাজ্য রাজনীতিতে। শনিবার সকালে তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা চিকিৎসক ডাঃ সুদীপ্ত রায়ের বাড়ি ও লাগোয়া নার্সিংহোমে তল্লাশি চালাল সিবিআই। তদন্তকারীদের দাবি, আরজি কর (RG Kar) হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম কেনায় আর্থিক অনিয়মের নথি উদ্ধারের জন্যই এই অভিযান।

আরজি করের (RG Kar) একাধিক অবৈধ লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন সুদীপ্ত রায়

সিবিআই সূত্রে খবর, আরজি করে (RG Kar) সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকাকালীন চিকিৎসক-বিধায়ক সুদীপ্ত রায় সেখানকার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন। সেই সুবাদে বেশ কিছু আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি বলে অভিযোগ। এমনকি অভিযোগ রয়েছে, তাঁর নার্সিংহোমও অবৈধভাবে আর্থিক সুবিধা পেয়েছে। তবে অভিযানের সময়ে বিধায়ক বাড়িতে উপস্থিত ছিলেন না।

উল্লেখ্য, গত বছর আগস্টে আরজি কর (RG Kar) হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনাকে ঘিরেই দুর্নীতির বিষয়টি সামনে আসে। সেই মামলাতেই গ্রেপ্তার হয়েছিলেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। পরবর্তী সময়ে একে একে সিবিআইয়ের জালে ধরা পড়েন বিপ্লব সিংহ, আফসার আলি, সুমন হাজরা এবং আশিস পাণ্ডে। এ বছর ১৪ জুলাই এই মামলায় চার্জগঠনও হয়েছে এবং বিচারপর্ব শুরু হয়েছে। যদিও সিবিআই আদালতকে জানিয়েছে, তদন্ত এখনো শেষ হয়নি।

তদন্তের সেই সূত্র ধরেই এদিন সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত সুদীপ্ত রায়ের বাড়ি ও নার্সিংহোমে তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। এর আগে একাধিকবার তাঁর বাড়ি ও নার্সিংহোমে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। ইডি-ও এই মামলার তদন্তে তাঁর বাড়ি গিয়ে তিনটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছিল। শনিবারের অভিযানে উপস্থিত ছিলেন আরজি কর দুর্নীতি মামলার তদন্তকারী আধিকারিকও।

CBI raid at TMC MLA Sudipta Roy’s residence in RG Kar corruption case

আরও পড়ুনঃ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা স্থগিত, বিতর্কে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়

আরজি কর (RG Kar) হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে নতুন করে আবারও তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের নাম জড়াল। ধর্ষণ-খুন মামলার ছায়ায় যে আর্থিক দুর্নীতির তদন্ত শুরু হয়েছিল, তা এখনও চলছে এবং তদন্ত যত এগোচ্ছে, ততই নথি খোঁজার লক্ষ্যে বাড়ছে কেন্দ্রীয় তদন্তকারীদের অভিযান।