এই মুহূর্তের বড় খবর! জীবনকৃষ্ণর পর আরও এক তৃণমূল বিধায়কের বাড়িতে CBI হানা

Last Updated:

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) ফের শাসকদলের বিধায়কের বাড়িতে সিবিআই (CBI) হানা। জানা গিয়েছে, তেহট্টের তৃণমূল বিধায়ক (TMC MLA) তাপস সাহার (Tapas Sahas) বাড়িতে পৌঁছেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অধিকারীকরা। সাথেই রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে বিধায়কের বাড়ি। প্রসঙ্গত, দুদিন আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। যেমনি নির্দেশ তেমনি কাজ। শুক্রবার তাপস সাহার বাড়িতে পৌঁছলেন তদন্তকারী অফিসাররা।

আর কী জানা যাচ্ছে? বর্তমানে বাড়ির ভিতরেই রয়েছেন বিধায়ক। ১৫ জন মতো অফিসার এদিন তাপসবাবুর বাড়িতে হানা দেয়। বিকেল ৩টের কিছু পরে সেখানে পৌঁছন তারা। বিধায়ককে তার কার্যালয়ে বসিয়ে টানা জেরা করছেন তদন্তকারীরা। পাশাপাশি তার কার্যালয়ে বিভিন্ন জিনিস খতিয়ে দেখছে সিবিআই।

প্রসঙ্গত, কিছুদিন থেকেই চর্চায় ছিলেন তেহট্টের তৃণমূল বিধায়ক। এক বছর আগে তাপস সাহার বিরুদ্ধে চাকরির প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ ওঠে। বিভিন্ন সরকারি দফতরে চাকরি দেওয়ার নাম করে প্রায় ১৬ কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে তাপসবাবুর বিরুদ্ধে। প্রথমে সিআইডি এই অভিযোগের তদন্ত শুরু করলেও পরে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা বিধায়কের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয়।

tmc tapas saha

জানিয়ে রাখি, সম্প্রতি তাপস সাহার বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। সেই মামলায় গত বুধবার তাপস সাহার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত। এরপরই আজ বিধায়কের বাড়িতে পৌঁছে যায় সিবিআই।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X