ভোটের মুখে ফের বিপাকে তৃণমূল প্রার্থী! সাতসকালে মহুয়ার বাবার বাড়িতে হানা দিল CBI

বাংলা হান্ট ডেস্ক : ‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’ কাণ্ডে সংসদ থেকে বহিস্কার করা হয় প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে (Mahua Moitra)। যদিও তৃণমূলের তার উপর পূর্ণ আস্থা রয়েছে। আর তাই তো কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে মহুয়াকেই টিকিট দিয়েছে তৃণমূল। প্রচারও সারছেন জোরকদমে। তার মাঝেই মহুয়া মৈত্রের বাবার বাড়িতে হানা দিল CBI।

আসলে ‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’ এবং সংসদের গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড শেয়ার করা নিয়ে বেশ ভালোরম বিপাকে পড়েছেন প্রাক্তন সাংসদ। গত ১৯শে মার্চ মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন লোকপাল। তার বিরুদ্ধে এফআইআর-ও দায়ের করা হয়েছে বলে খবর। আর এবার নাকি সেই মামলার তদন্ত করতেই মহুয়ার বাবা দীপেন্দ্রলাল মিত্রের ফ্ল্যাটে পৌঁছাল CBI।

যদিও প্রাথমিক তদন্ত আগেই শুরু হয়ে গেছিল। তবে FIR হতেই জোরকদমে কাজ শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি‌। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, শনিবার সাত সকালে CBI এর একটি দল পৌঁছায় আলিপুরে ‘রত্নাবলী’ নামে একটি আবাসনে। এই আবাসনের ন’নম্বর ফ্লোরে দ্বীপেন্দ্রলালের ফ্ল্যাট। এইদিন সেই ফ্ল্যাটেই পৌঁছেছেন CBI টিম। ভোটের মুখ এই ঘটনা যে তৃণমূলকে আরও এক ধাপ পেছনে নিয়ে যাবে সেকথা বলাই বাহুল্য।

আরও পড়ুন : মাষ্টার প্ল্যান গম্ভীরের, KKR-র প্রথম একাদশে থাকবে চরম চমক! জানুন কাদের নেবে কলকাতা

শোনা যাচ্ছে, লোকপালের নির্দেশ, আগামী ছয় মাসের মধ্যেই সমস্ত মামলার নিস্পত্তি করতে হবে। সেই সাথে তদন্ত সংক্রান্ত সমস্ত রিপোর্ট জমা করতে হবে লোকপালের টেবিলে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রখ্যাত ব্যবসায়ী হীরানন্দানির কাছ থেকে টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে এথিক্স কমিটি। কমিটির রিপোর্ট দেখে মহুয়াকে সংসদ থেকে বহিস্কার করার সিদ্ধান্ত চূড়ান্ত করেন লোকসভার স্পিকার।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর