মাষ্টার প্ল্যান গম্ভীরের, KKR-র প্রথম একাদশে থাকবে চরম চমক! জানুন কাদের নেবে কলকাতা

বাংলা হান্ট ডেস্ক : শুরু হয়ে গিয়েছে IPL-র ডঙ্কা। বাঙালির আবেগ IPL-ও মাঠে নামার জন্য তৈরি। বিগত দিনের ব্যর্থতাকে সরিয়ে এক নতুন ভোরের সূচনা করার আশায় বাইশ গজে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্রথম ম্যাচ ঘরের মাঠেই। শনিবার ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে নাইটেরা।

IPL ২০২৪ এর শুরুর থেকেই রয়েছে চমক। নাইটদের ঘরে ফিরে এসেছেন ফ্র্যাঞ্চাইজির সবথেকে সফল অধিনায়ক গৌতম গম্ভীর। ইতিপূর্বেই KKR কে দুবার কাপ এনে দিয়েছেন তিনি। তাই দীর্ঘ ব্যর্থতার পর এবারও ভরসা সেই গোতিভাই। তবে এবার আর মাঠে নামছেননা, বরং মাঠের বাইরে থেকেই খেলোয়াড়দের কলাকৌশল বুঝিয়ে দেওয়ার কাজে নেমেছেন। তিনি ফিরেছেন দলের মেন্টর হয়ে।

এমনিতে কলকাতা নাইট রাইডার্সের কাছে সেরা প্লেয়ারদের কমতি নেই। তবে প্রতিপক্ষও কম কিছু নয়। ২৭.৭৫ কোটি টাকা দিয়ে মিচেল স্টার্ককে দলে টেনেছে কেকেআর। আর তাকে সঙ্গ দিতে দলে রয়েছে রানা, রিঙ্কু, শ্রেয়স, রাসেল, ভেঙ্কটেশ, নারিন, ফিল সল্টদের মত সেরা খেলোয়াড়রা। ব্যাটসম্যান, বোলার, ফিল্ডার কোনোটিরই কমতি নেই।

আরও পড়ুন : ‘ঋণ মাফ করুক দিল্লি’, সেনা সরানোর হুমকি দিয়ে এখন ভারতের কাছেই হাত পাতছেন মুইজ্জু

এতকিছুর পরেও কখন কাকে খেলানো হবে তা নিয়ে একটা চাপা উত্তেজনা রয়েই গেছে। কারণ বিরোধীদের কাছেও রয়েছে প্যাট কামিন্সের মত তারকা। যদিও অজি তারকাকে কাউন্টার করার মত সমস্ত অস্ত্রই নাইটদের কাছে রয়েছে তবুও কিছুটা হলেও ভাবাচ্ছে শ্রেয়সের ফিটনেস। ওপেনিং কে করবে, স্টার্ককে কে ব্যাকআপ দেবে, স্পিনার হিসেবে মাঠে কে নামবে, এসব এখনও পুরোপুরি স্পষ্ট নয়।

আরও পড়ুন : ‘কর্মের ফল…’, কেজরিওয়ালের গ্রেপ্তারির পর মুখ খুললেন ‘গুরু’ আন্না হাজারে

gautam gambhir mentor of kkr

তবে কেকেআরের সম্ভাব্য একাদশের একটা তালিকা সামনে এসেছে। সূত্রের খবর, আজকের ম্যাচে এই এগারো তারকাই ইডেন কাঁপাবে। দেখুন সেই তালিকা : নীতিশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, মিচেল স্টার্ক, ভেঙ্কটেশ আইয়ার, ফিল সল্ট / রহমানউল্লাহ গুরবাজ (উইকেট কিপার), শ্রেয়স আইয়ার (ক্যাপ্টেন), চেতন সাকারিয়া, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা / সূয়শ শর্মা।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর