‘ঋণ মাফ করুক দিল্লি’, সেনা সরানোর হুমকি দিয়ে এখন ভারতের কাছেই হাত পাতছেন মুইজ্জু

বাংলা হান্ট ডেস্ক : মহম্মদ মুইজ্জু (Mohamed Muizzu) মসনদে আসীন হওয়ার পর থেকেই তলানিতে ঠেকেছে ভারত-মালদ্বীপের (India-Maldives) সম্পর্ক। ভারতীয় ভ্রমণপিপাসুরা মুখ ফিরিয়েছে দ্বীপরাষ্ট্র থেকে। মালদ্বীপ থেকে ভারতীয় আর্মি সরানোর ডেডলাইন বেঁধে দিয়েছেন মহম্মদ মুইজ্জু। ধীরে ধিরে ভারতীয় শিক্ষকরাও দ্বীপরাষ্ট্রকে বিদায় জানাতে শুরু করেছে। এসবের মাঝেই বিরাট বিপাকে মালদ্বীপ।

আসলে ভারতের কাছে মালদ্বীপের ঋণ রয়েছে প্রচুর। এদিকে ভারতের সঙ্গে সম্পর্কও ক্রমাগত তলানিতে ঠেকেছে। এমন পরিস্থিতিতে বেশ ভালোই পাঁকে পড়েছে মুইজ্জু সরকার। পরিস্থিতি বেগতিক দেখে সেদেশের ‘চিনপন্থী’ প্রেসিডেন্ট মুইজ্জু জানালেন ভারত তাদের ‘ঘনিষ্ঠতম’ সঙ্গী। সেই সাথে নয়া দিল্লির কাছে ঋণ মকুবেরও আর্জি জানালেন মালদ্বীপ প্রেসিডেন্ট।

সূত্রের খবর, গত অর্থবছরের শেষ অবধি যে হিসেব পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে ভারতের কাছে প্রায় ৪০০.৯ মিলিয়ন ডলারের ঋণ রয়েছে মালদ্বীপের। ভারতীয় মূদ্রায় এই অঙ্ক প্রায় ৩ হাজার ২০০ কোটি টাকা। সেই ঋণ শোধের কথা উঠতেই ১৮০ ডিগ্রি ইউ টার্ন নিয়েছেন মহম্মদ মুইজ্জু। একটি সাম্প্রতিক ইন্টারভিউয়ে তিনি জানিয়েছেন, তিনি আশা করেন, ভারত সরকার তাদের এই ঋণ মকুব করে দেন।

আরও পড়ুন : অল্প খরচেই ছুটি উপভোগ! মাত্র ৫ হাজার টাকায় ঘুরে আসুন উত্তরবঙ্গের এই ৬টি জায়গা থেকে

প্রসঙ্গত উল্লেখ্য, ‘ইন্ডিয়া আউট’ নীতি নিয়েই মসনদে বসেছিলেন মালদ্বীপ প্রধান মহম্মদ মুইজ্জু। চীনপন্থী এই নেতা বরাবরই ভারতের প্রতি বিরোধীতা দেখিয়ে এসেছেন। তার ভারত বিদ্বেষের জেরে ক্ষুব্ধ ভারতের আম জনতাও। মালদ্বীপে মোতায়েন থাকা ৮৬ জন সেনা সরানোর জন্য উঠেপড়ে লেগেছিলেন তিনি। স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন যে, মুইজ্জুর নির্দেশের কোনও নড়চড় হবেনা।

আরও পড়ুন : ভুটানে ভব্য স্বাগত জানানো হল মোদীকে! ৫৪ কিমি রাস্তা জুড়ে লাগানো হল ভারতের পতাকা

1mvindheli 1068x601

তবে এবার তিনি পাঁকে পড়েছেন। সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় মহম্মদ মুইজ্জু বলেন, ভারত বরাবরই মালদ্বীপকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বহু প্রকল্প দ্বীপরাষ্ট্রেই করেছে নয়াদিল্লি। এমন আবহে তিনি আশা করেন যে, ভারত সরকার মালদ্বীপের সমস্ত ঋণ মকুব করে দেবে। চীনপন্থী মুইজ্জুর এই দাবি প্রকাশ্যে আসতেই শোরগোল বিশ্ব বাজারে।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর