অল্প খরচেই ছুটি উপভোগ! মাত্র ৫ হাজার টাকায় ঘুরে আসুন উত্তরবঙ্গের এই ৬টি জায়গা থেকে

বাংলা হান্ট ডেস্ক : মার্চ শুরু হতে না হতেই খেল দেখাতে শুরু করেছে সূয্যিমামা। বেলা বাড়ার সাথে সাথেই গ্রীষ্মের দাবদাহ তার রূপ দেখাতে শুরু করেছে। এমন অবস্থায় গোটা দক্ষিণবঙ্গের (South Bengal) নজর থাকে উত্তরবঙ্গের (North Bengal) উপর। গ্রীষ্মের প্রখর দাবদাহ থেকে বাঁচতে পাহাড়ের কোলে লুকিয়ে থাকা গ্রামের দিকে পা বাড়ায় আম বাঙালি।

তবে ইচ্ছে থাকলেই তো আর উপায় হয়না, তার জন্য পকেটের জোর থাকাটাও জরুরি। এমন অবস্থায় এই প্রতিবেদন আপনাদের নিশ্চয় কাজে আসবে। এখানে বলে রাখি, হাতে হাজার পাঁচেক টাকা থাকলেই এবার উত্তরবঙ্গ ঘোরার স্বপ্ন পূরণ হতে পারবে। আজ এমনই ৬টি জায়গার সন্ধান দেব আপনাদের।

প্রথমেই বলি, এই ৬ জায়গা কিন্তু দার্জিলিং (Darjeeling), কালিম্পং বা কার্শিয়াং-র মত জনবহুল বা বহুল পরিচিত জায়গা নয়। তবে এই ছয় জায়গা দার্জিলিং বা কালিম্পং-র চেয়ে কিছু কম সুন্দর নয়। এখানকার খরচও অন্যান্য জায়গার চেয়ে অনেকটাই কম। পকেটে হাজার পাঁচ, ছয় থাকলেই এইসব জায়গা থেকে ঘুরে আসতে পারবেন‌। চলুন দেখে নিই সেই ছয়টি অপূর্ব সুন্দর জায়গা।

আরও পড়ুন : ভুটানে ভব্য স্বাগত জানানো হল মোদীকে! ৫৪ কিমি রাস্তা জুড়ে লাগানো হল ভারতের পতাকা

পুবুং : জলপাইগুড়ি থেকে মাত্র ৯০ কিলোমিটার গেলেই পেয়ে যাবেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ‘পুবুং’‌। উত্তরবঙ্গের অন্যতম সেরা আকর্ষণ ‘চা বাগান’ এর অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন এই গ্রামে। সেই সাথে পেয়ে যাবেন অর্কিড। খুবই কম খরচে হোমস্টে পেয়ে যাবেন এখানে।

চটকপুর : দার্জিলিং-র পথে সেঞ্চাল অভয়ারণ্যের মধ্যে রয়েছে চটকপুর। এখান থেকে টাইগার হিলও অনেকটাই সামনে। এখানে কম খরচে হোমস্টে-ও পেয়ে যাবেন।

লুংচু : লাভা থেকে ১৫ কিমি দূরে অবস্থিত লুংচুও অসাধারণ একটা গ্রাম। নেওরাভেলি ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত এই গ্রামটিকে স্বর্গ বললেও কম বলা হয়। এপ্রিলের মধ্যে গেলে তো অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবেন।

আরও পড়ুন : ভোটে প্রার্থী হলেন যশ, স্বামীর হয়ে প্রচারে নামছেন নুসরত! কোন দলের?

রামধুড়া : নামটি যেমন সুন্দর তেমনই সুন্দর এই গ্রামের পরিবেশ। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই গ্রামটি নিউ জলপাইগুড়ি থেকে মাত্র ৮৬ কিলোমিটার দূরে অবস্থিত। এমনিতে এই গ্রামে সারা বছরই টুকটাক পর্যটকদের ভিড় লেগে থাকে।

পানবুদরা : কালিম্পং থেকে ৫৫০০ ফুট উঁচুতে অবস্থিত পানবুদারা মাস্ট ভিজিট একটা পর্যটন কেন্দ্র। কাঞ্চনজঙ্ঘা দেখতে হলে এই গ্রামে চলে যান। সাথে পাবেন তিস্তা নদীর দারুণ সুন্দর ভিউ। বোনাস হিসেবে রয়েছে সেভকের রেল ব্রিজ ও করোনেশন ব্রিজ।

প্যারেন : ভারত-ভূটান সীমান্তের শেষ জনপদ প্যারেন অপর একটা দর্শনীয় স্থান। শিলিগুড়ি থেকে ১১২ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটি ঘুরতে খুব বেশি টাকা লাগেনা। তবে এখানকার একটাই সমস্যা। বাকি জায়গার মত হোমস্টে নেই এখানে। এখানে থাকার একমাত্র অপশন হল পশ্চিমবঙ্গ বনদপ্তরের তৈরি একটি কটেজ।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর