বাংলা হান্ট ডেস্কঃ গত বছর থেকে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) ইস্যুতে তোলপাড় রাজ্য। এরই মধ্যে ফের এক তৃণমূল নেতার (TMC MLA) বাড়িতে হানা দিলে সিবিআই (CBI)। শুক্রবার মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) বাড়িতে হানা দিয়েছেন সিবিআই এর তিন গোয়েন্দা। কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই এদিন দুপুরে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিধায়কের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই।
সিবিআইয়ের একটি সূত্রে খবর, বিধায়কের বাড়ি ও অফিসে তল্লাশি চলছে। ভিতর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে বাড়ির দরজা। পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদও করছেন তদন্তকারীরা। তল্লাশিতেও একাধিক গুরুত্বপূর্ণ নথি মিলেছে বলে দাবি করেছে গোয়েন্দাদের ওই সূত্র।
সংস্থা সূত্রেই দাবি, ইতিমধ্যেই তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথি তাদের হাতে এসেছে। জানা গিয়েছে নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূলের প্রাক্তন যুবনেতা কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদের সময় স্থানীয় এক এজেন্টে কৌশিকের নাম সামনে আসে। এরপরেই শুরু হয় খোঁজখবর। সিবিআই সূত্রে খবর, সেই এজেন্টের সূত্র ধরেই বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার নাম উঠে এসেছে।
আর কী জানা যাচ্ছে? স্থানীয় সূত্রে খবর, বড়ঞার কোগ্রামের বাসিন্দা এই কৌশিক। তিনি বিধায়কের ‘ঘনিষ্ঠ’ বলেই সকলে জানে। বিধায়কের বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানেও তাকে দেখা গিয়েছে। অন্যদিকে বিধায়ক আজ সংবাদমাধ্যমকে জানান, ‘‘কৌশিক ঘোষ আমার ঘনিষ্ঠ নন। অনেকেই বিধায়কের কাছে আসেন। ছবি তোলেন। কৌশিক ঘোষও সেই ভাবেই ছবি তুলেছেন।’’