রামপুরহাট কাণ্ডে CBI তদন্তে মিথ্যা প্রমাণিত হল অনুব্রতর দাবি! বিপাকে কেষ্ট?

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, রামপুরহাট অগ্নিকাণ্ড এবং সেখানে একাধিক মানুষের খুনের ঘটনা নিয়ে বিতর্ক সারাদেশে গভীর প্রভাব ফেলেছে। পুলিশ থেকে বিরোধী দল, হাইকোর্ট থেকে সিবিআই সর্বত্র যেন বিতর্ক জড়িয়ে রয়েছে। আর এবার সিবিআই তদন্তের মাঝে সেই বিতর্কে নাম উঠলো অনুব্রত মণ্ডলের।

অনুব্রত মণ্ডল তৃণমূলের অত্যন্ত জনপ্রিয় এবং বড় নেতা। প্রসঙ্গত, রামপুরহাট কাণ্ডে প্রথমে ভাদু শেখ নামে তৃণমূলের এক নেতা খুন হয় এবং এরপর বেশ কিছু বাড়িতে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটে। এর ফলে বহু মানুষ প্রাণ হারান। এর পরেই অনুব্রত মণ্ডল একটি সাক্ষাৎকারে জানান, এই অগ্নিকাণ্ডের ঘটনাটি নিছক শর্ট সার্কিটের জন্য হয়েছে। এর ফলে তাঁর এই মন্তব্য রাজ্য রাজনীতিতে হইচই ফেলে দেয়। এরপর থেকে বিরোধীরা একাধিক বার সোচ্চার হয় এবং মামলাটি হাইকোর্টে গেলে আদালত পুলিশের হাত থেকে এর দায়িত্ব সিবিআইয়ের হাতে তুলে দেয়।

এবার সিবিআই তদন্ত শুরু করতেই এফআইআর পেশ করলো। সেখানে অনুব্রত মণ্ডলের মন্তব্য সেই দাবি মিথ্যে প্রমাণিত হয়েছে। জানা যাচ্ছে, সিবিআইয়ের সেই এফআইআর-এ বলা হয়েছে, “রামপুরহাটের বাগটুই-তে ভাদু শেখ নামে এক ব্যক্তি খুন হন এবং তারপর তার বদলা নেওয়ার জন্যই বেশকিছু মানুষ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায় এবং সে সকল বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এর ফলে সেখানে একাধিক মানুষ প্রাণ হারান।”

এর পরেই অনুব্রত মণ্ডলের দাবির যে কোনো ভিত্তি ছিল না, তা পরিস্কার হয়ে গেছে। অনেকের মনে তাই প্রশ্ন জেগেছে, যেখানে অনুব্রত মণ্ডলের দাপটে গোটা এলাকা চলে সেখানে এই দুর্ঘটনার আসল তথ্য কিভাবে তাঁর জানা ছিল না। ফলে এই বিতর্ক যে দিন দিন আরো বৃদ্ধি পাবে, সেদিকে মত বিশেষজ্ঞদের।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর