চিটফান্ড কান্ডে সন্দেহের তালিকায় পিসি সরকার জুনিয়র, CBI তল্লাশি চলল যাদুকরের বাড়িতে

বাংলাহান্ট ডেস্কঃ চিটফান্ড কান্ডে এবার CBI হানা যাদুকরের বাড়িতে। পিসি সরকার জুনিয়রের (pc sorcar junior) মুকুন্দপুরের বাড়িতে শুক্রবার উপস্থিত হলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। যদিও তল্লাশির বিষয়ে পরিবারের সদস্যরা এবং CBI-র তরফ থেকে সমস্তটাই অন্ধকারের রাখা হয়েছে।

সূত্রের খরব, টাওয়ার গোষ্ঠী সঙ্গে তাঁর কিছু সম্পর্কের হদিশ পাওয়া গিয়েছে। আর সেই সূত্র ধরেই চিটফান্ড-কাণ্ডের তদন্তের স্বার্থে যে ৪ জায়গায় কেন্দ্রীয় গোয়েন্দারা তল্লাশি চালাচ্ছেন, সেই তালিকায় রয়েছে যাদুকরের বাড়িও।

DApZ61zWsAAUmy8

বর্তমান সময়ে সারদা, রোজভ্যালি, টাওয়ার গ্রুপ সহ বেশকিছু চিটফান্ডের তদন্তের দায়িত্বে রয়েছে CBI, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-সহ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও। সেই তদন্তের স্বার্থেই সূত্র ধরে শুক্রবার পিসি সরকার জুনিয়রের মুকুন্দপুরের পূর্বালোকের বাড়িতে সকাল সাড়ে ১১ টা নাগাদ উপস্থিত হয় CBI টিম। শুরু হয় তল্লাশি।

টাওয়ার গ্রুপের সঙ্গে তাঁর কিভাবে যোগাযোগ ছিল এবং কি কি চুক্তি হয়েছিল সে বিষয়ে তদন্ত চলছে। তবে জানা গিয়েছে, একটি রেস্তরাঁকে কেন্দ্র করে যাদুকরের সঙ্গে ব্যবসায়িক চুক্তি হয়েছিল টাওয়ার গ্রুপের। সেই চুক্তির সময় কোনরকম আর্থিক লেনদেন হয়েছিল কিনা, কিংবা তার আগে বা পরে কোনরকম আর্থিক লেনদেন হয়েছিল কিনা, সেইসময় নথিপত্র খতিয়ে দেখছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

Smita Hari

সম্পর্কিত খবর