বাংলা হান্ট ডেস্ক: একেই বলে ভাগ্য। নিজের শারীরিক সুস্থতা ও একমাত্র মেয়ে সুকন্যার মঙ্গল কামনায় মঙ্গলবার বহুদিন পর বাড়ির বাইরে বেরিয়েছিলেন অনুব্রত মণ্ডল। তৃণমূলের বীরভূম জেলা সভাপতি পাথরচাপুরির দাতাবাবা মেহেবুব শাহের পবিত্র মাজার শরিফে চড়িয়েছিলেন চাদরও। কিন্তু বুধবারই তাঁকে ভোট পরবর্তী মামলায় নোটিস পাঠিয়ে দিল সিবিআই।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে অনুব্রতকে নির্দেশ দেওয়া হয়েছে বৃহস্পতিবার দুপুর ১২টার সময়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে। ভোট পরবর্তী হিংসা মামলায় তলব করা হয়েছে বীরভূমের দাপুটে এই নেতাকে।
শারীরিক অসুস্থতার কারনে দীর্ঘদিন ভর্তি ছিলেন এসএসকেএম-এর উডবার্ন ব্লকে। সেই অসুস্থতা কাটিয়ে সাময়িক সামলে উঠে বীরভূমের বাড়িতে ফেরেন। ফেরার পরের দিনই তাঁকে আইনি নোটিস পাঠিয়ে দিল সেন্ট্রাল ব্যুরো ইন্ভেস্টিগেশন। এখনও পর্যন্ত গরুপাচার মামলায় একবারই নিজাম প্যালেসে হাজিরা দিয়ে এসেছেন অনুব্রত। ফের একাধিক বার তাঁকে তলব করা হলেও তিনি বিভিন্ন সময় শারীরিক অক্ষমতার কারণ দেখিয়ে যাননি। অনুব্রত মণ্ডল তখন অসুস্থ বলে জানিয়ে দিয়েছিলেন। আর কলকাতা হাইকোর্টের দরজায় কড়া নেড়েছিলেন। তাতে সায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তদন্ত জারি থাকলেও কথা বলেতে যেতে হবে অনুব্রত গড়েই। আর তিনি সরাসরি এই মামলায় যুক্ত নন বলে তাঁকে গ্রেফতার করা যাবে না। সিবিআই সূত্রে খবর, গরু পাচার মামলায় বিভিন্ন অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতির নাম উঠে এসেছে। তাই জিজ্ঞাসাবাদ করতে এই নোটিশ।
অনুব্রতর আইনজীবীরা গরু পাচার মামলার বিষয়ে সিবিআইকে জানিয়েছে, তদন্তকারী আধিকারিকরা যদি চান তাহলে তাঁরা বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন। কিন্তু বোলপুর থেকে কলকাতায় এসে হাজিরা দেওয়ার মতো শারীরিক অবস্থা এখনও অনুব্রতর নেই। এখন দেখার বৃহস্পতিবারের তলবে অনুব্রত কী করেন। হাজির থাকেন নিজাম প্যালেসে নাকি আবারও শারীরিক অসুস্থতার কারন দেখিয়ে থাকবেন গরহাজির।