বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের অস্বস্তি যেন কিছুতেই কাটতে চাইছে না! একটি ঝামেলা কাটতে না কাটতেই পরমুহুর্তে যেন অপর একটি সমস্যা দরজায় কড়া নেড়ে চলেছে তাঁর। তিন দিনও হয়নি বীরভূমে নিজের বাড়িতে পৌঁছেছেন অনুব্রত আর এর মাঝেই আবারো একবার সিবিআই অফিসে ডাক পড়লো তাঁর। এবার রাজ্যে ভোট পরবর্তী হিংসার মামলায় আগামীকাল বীরভূমের জেলা সভাপতিকে তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
অনুব্রত মণ্ডলের সঙ্গে সিবিআইয়ের এহেন ‘মধুর’ সম্পর্ক বিগত বহুদিন ধরেই চলে আসছে। একের পর এক সিবিআই তলবের মাঝে হাজিরা থেকে বিরত থাকতেন তৃণমূল নেতা। এমনকি গত মাসে সিবিআই অফিসে ডাক পড়ার পর বীরভূম থেকে বের হয় সোজা এসএসকেএম হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরেই ‘লুকোচুরি’ খেলা চলতে থাকে অনুব্রত ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার মধ্যে।
অবশেষে গত 19 তারিখ নিজাম প্যালেসে উপস্থিত হন তৃণমূল নেতা এবং সেই দিন দীর্ঘ চার ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ পর্ব। পরবর্তীতে সিবিআই অফিস থেকে বেরিয়ে পুনরায় এসএসকেএম হাসপাতালে উপস্থিত হন তিনি এবং শারীরিক পরীক্ষা সেরে এরপর রওনা দেন নিজের বাড়ি। প্রায় দেড় মাস পর বীরভূমে ফিরে যাওয়ার খবর পেতেই তাঁকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হয়ে ওঠে তৃনমূলের কর্মী-সমর্থকরা। মালা, ফুল এবং অনুব্রতর নামে স্লোগানের মাধ্যমে তাঁকে বরণ করে নেওয়া হয়। এমনকি নিজের বাড়ি পৌঁছে বেশ স্বমহিমায় দেখা যায় এই তৃণমূল নেতাকে। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, “আমি বর্তমানে সুস্থ অনুভব করছি। আমি আপনাদের মাঝে আছি।”
তবে তার তিন দিন কাটতে না কাটতেই পুনরায় যে একবার সিবিআই দ্বারা তাঁকে সমন পাঠানো হবে, তা হয়তো ভেবে দেখেননি বীরভূমের জেলা সভাপতি। এর পূর্বেও ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রতকে তলব করে তারা, তবে এবার শেষ পর্যন্ত কলকাতায় অনুব্রত হাজির হন নাকি আবারো সেই লুকোচুরি খেলা চলে, সেদিকে তাকিয়ে সকলে।