আরও সমস্যায় সুবীরেশ ভট্টাচার্য! এবার SSC গ্রুপ সি দুর্নীতি মামলায় তাঁকে হেফাজতে নিল CBI

বাংলাহান্ট ডেস্ক : এবার এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় সুবীরেশ ভট্টাচার্যকে (Subiresh Bhattacharya) নিজেদের হেফজতে নিল সিবিআই (CBI)। বিশেষ সূত্র জানা যাচ্ছে তাঁকে ৫ দিনের জন্য সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর বিশেষ সিবিআই আদালত। আগামী ২২ ডিসেম্বর আরও একবার আদালতে পেশ করা হবে তাঁকে। এর আগে নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে ছিলেন সুবীরেশ।

এরই মধ্যে আদালতে বেশ অপ্রস্তুতে পড়েছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচর্য সুবীরেশ ভট্টাচার্য। জামিনের আবেদনের কোনও নির্দেশই দেয়নি কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অজয় কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চ। গত বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় সুবীরেশ ভট্টাচার্যকে আদালতে পেশ করা হয়। সেখানে সুবীরেশের জামিনের জন্য আর্জি করেন তাঁর আইনজীবী। এর জবাবে বিচারপতি জয়মাল্য বাগচী তদন্তকারীদের কাছে জানতে চান, তদন্ত এখন কোন পর্যায়ে রয়েছে? আর কতদিন লাগতে পারে তদন্ত শেষ করতে? এ দিন বিচারক আরও জানতে চান, এই তদন্তের জন্য সুবীরেশ ভট্টাচার্যকে হেফাজতে রাখার প্রয়োজন আছে কি না? এই দুর্নীতিতে ঠিক কী ভূমিকা রয়েছে সুবীরেশের? তাঁর বিরুদ্ধে কি আর কোনও মামলা রয়েছে? এ সব প্রশ্নের উত্তর রিপোর্ট আকারে সিবিআইকে পেশ করার নির্দেশ দেয় আদালত। ২১ ডিসেম্বরের মধ্যে ওই রিপোর্ট দিতে হবে নির্দেশ দেওয়া হয়েছে সিবিআই-কে।

   

এ দিন আদালতে সুবীরেশ ভট্টাচার্যের আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেল মোট ৮৮ দিন জেলে রয়েছেন। ৫ বার সিবিআইয়ের সামনে হাজিরা দিয়েছেন। এফআইআর-এ তাঁর নামও ছিল না, কিন্তু তদন্তে সবরকম সহযোগিতা করেছেন তিনি। চার্জশিটও দাখিল হয়ে গিয়েছে। সুবীরেশের আইনজীবীর সওয়ালের জবাবে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, ‘সর্বোচ্চ সাজার মেয়াদ ৭ বছর। তদন্তে দেরি হচ্ছে, এই অভিযোগ থাকলে সাড়ে তিন বছর পরে আসুন।’

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গত ১৯ সেপ্টেম্বর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশকে নিজাম প্যালেসে তলব করে গ্রেফতার করে সিবিআই। তদন্তকারী সংস্থার পক্ষ আদালতে জানানো হয়, সুবীরেশ ভট্টাচার্য এসএসসি-র চেয়ারম্যান থাকাকালীন নির্দিষ্ট পরীক্ষার্থীর মার্কশিটের নম্বর বদল হয়েছিল। সেই সংক্রান্ত কিছু তথ্য প্রমাণও রয়েছে। সিবিআই-কে তদন্তে তিনি সহযোগিতা না করার কারণেই গ্রেফতার করা হয় তাঁকে। এবার গ্রুপ সি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই নিজেদের হেফাজতে নিল সুবিরেশকে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর