বাংলাহান্ট ডেস্ক: ১৪ জুনের ঘটনার পুনর্নির্মাণ করতে সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) বান্দ্রার কার্টার রোডের ফ্ল্যাটে পৌঁছল সিবিআই (CBI) এর একটি দল। ১৩ জুন রাত থেকে ১৪ জুন পর্যন্ত ঘটনা খতিয়ে দেখে পুনর্নির্মাণ করা হবে এদিন। সিবিআই টিমের সঙ্গে সুশান্তের ফ্ল্যাটে হাজির হয়েছেন অভিনেতার বন্ধু তথা ক্রিয়েটিভ ম্যানেজার সিদ্ধার্থ পিঠানি ও রাঁধুনি নীরজ।
গতকাল থেকেই সুশান্তের রাঁধুনি নীরজকে জেরা শুরু করেছে সিবিআই এর একটি টিম। আজ সকালেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে। জানা যায়, ১৪ জুন সকালে নীরজের সঙ্গেই শেষ বার কথা হয় সুশান্তের। তার থেকে জুস নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করেন অভিনেতা। তবে তার দাবি, খুন হননি সুশান্ত। আত্মহত্যাই করেছেন তিনি
এদিন অভিনেতার ফ্ল্যাট মেট সিদ্ধার্থ পিঠানিকেও একদফা জিজ্ঞাসাবাদ চালায় সিবিআই টিম। জেরা করা হয়েছে সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকেও। শুধু তাই নয়, আজ সকালে আর সি কুপার হাসপাতালেও পৌঁছায় সিবিআই টিমের ফরেন্সিক বিশেষজ্ঞরা।
Maharashtra: Neeraj and Sidharth Pithani along with the CBI team outside the residence of #SushantSinghRajput in Mumbai. pic.twitter.com/SbiGOWzpKV
— ANI (@ANI) August 22, 2020
এই হাসপাতালেই সুশান্তের ময়না তদন্ত হয়েছিল। ময়না তদন্তকারী পাঁচ সদস্যের মেডিক্যাল টিমও জানিয়েছে, গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ার জন্যই শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে সুশান্তের। কিন্তু ময়না তদন্তের রিপোর্টে মৃত্যুর সময়ের উল্লেখ নেই কেন, প্রশ্ন তুলেছে সিবিআই।
Maharashtra: A team of Mumbai Police arrives at the residence of #SushantSinghRajput, where a CBI team is already present pic.twitter.com/Cr7YoS6qWi
— ANI (@ANI) August 22, 2020
তবে অভিনেতার ময়না তদত অন ক্যামেরা হয়েছিল। সেই ফুটেজ খতিয়ে দেখতে চলেছে সিবিআই। অভিনেতার ভিসেরা সংগ্রহ করে রিপোর্টের জন্যও পাঠানো হয়েছে।
অপরদিকে সম্প্রতি এক সংবাদ মাধ্যমের তরফে দাবি করা হয়েছে সুশান্তের ময়না তদন্ত চলাকালীন সেই ঘরে প্রায় ৪৫ মিনিট পর্যন্ত উপস্থিত ছিলেন রিয়া। একটি ভিডিওর সপক্ষে এমন দাবি করেছে ওই সংবাদ মাধ্যম। ১৫ জুনের ওই ভিডিওতে দুজন পুরুষ ও এক মহিলার সঙ্গে দেখা গিয়েছে রিয়াকে।দাবি করা হচ্ছে, ওই দুজন পুরুষ হলেন রিয়ার ভাই সৌভিক ও সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা।