বাংলা হান্ট ডেস্কঃ ফের সংবাদ শিরোনামে কুন্তল ঘোষের (Kuntal Ghosh) চিঠি মামলা। রবিবার নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করার বিষয় সামনে আসতেই তোলপাড় রাজ্য রাজনীতি। এরই মধ্যে কুন্তল ঘোষের চিঠি মামলায় নয়া মোড়।
সম্প্রতি ধৃত কুন্তলকে নিজের চেম্বারে ডেকে সমস্ত অভিযোগ শোনেন বিশেষ সিবিআই আদালতের ভারপ্রাপ্ত বিচারক অর্পণ চট্টোপাধ্যায়। এরপর কুন্তলের অভিযোগ নিয়ে যুগ্মভাবে সিবিআই এবং কলকাতা পুলিশকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন বিচারক। পাশাপাশি ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ওই রিপোর্ট দিতে হবে বলেও সাফ জানিয়েছেন বিচারক। আর এই নিয়েই ক্ষুব্ধ ইডি থেকে সিবিআই (CBI)।
এবার এই ঘটনায় সিবিআই আদালতের নির্দেশ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রসঙ্গত, কুন্তলের দাবি ছিল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম বলানোর জন্য তার ওপর চাপ দিয়েছে। একজোটে ইডি এবং সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে নির্যাতনেরও অভিযোগ করেছিলেন তৃণমূলের বহিস্কৃত যুবনেতা কুন্তল ঘোষ।
আরও পড়ুন: ধনী ব্যবসায়ীরা ফেল! কেষ্টর কত কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ED-CBI? জমা পড়ল হিসাব
কুন্তলের অভিযোগ সামনে আসতেই তোলপাড় পড়ে যায়। এই মামলায় প্রথম উঠে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। অভিষেককে তলব করে এ বিষয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ যার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যান নেতা। ঘটনাপ্রবাহে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সেই মামলা আসে বিচারপতি অমৃতা সিনহার (Kolkata HC Justice Amrita Sinha) বেঞ্চে৷
আরও পড়ুন: ‘ডালমে কুছ কালা হ্যায়…’, অভিষেক প্রসঙ্গে হঠাৎ যা বললেন শুভেন্দু, তোলপাড় বাংলা
আবার অন্যদিকে ধৃত কুন্তলের চিঠি বিষয়ে আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে কলকাতা পুলিশ ও সিবিআইয়ের যুগ্ম তদন্ত রিপোর্ট পেশের নির্দেশ দেন বিচারপতি অর্পণ চট্টোপাধ্যায়। আর এতেই ক্ষুব্ধ সিবিআই। সিবিআইয়ের দাবি, হাইকোর্টের নির্দেশ এবং নজরদারিতে সিবিআই ও ইডি তদন্ত করছে। তাহলে সিবিআই বিশেষ আদালতের বিচারক যুগ্ম তদন্তের রিপোর্ট কেন তলব করলেন? এই প্রশ্নেই এবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী বৃহস্পতিবার এই মামলা শুনবেন বলে জানিয়েছেন বিচারপতি সিনহা।