কলকাতা ছাড়তেই অনুব্রতর বাড়িতে পৌঁছে গেল CBI! তৎপরতা ঘিরে জল্পনা তুঙ্গে

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) নিজাম প্যালেসে তলব করে সিবিআই (CBI)। তবে এদিন কলকাতায় আসলেও শেষ পর্যন্ত সিবিআই অফিস না গিয়ে সোজা বীরভূমের (Birbhum) উদ্দেশ্যে রওনা দেন অনুব্রত। এক্ষেত্রে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) শারীরিক পরীক্ষার পরেই বাড়ির পথে অগ্রসর হন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। তবে এর মাঝেই পুনরায় একবার অ্যাকশনে নামলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এদিন অনুব্রত মণ্ডলের বাড়ি পৌঁছানোর পরেই তাঁর চিনার পার্কের ফ্ল্যাটে পৌঁছে গেল সিবিআই। সংবাদমাধ্যম সূত্রের খবর, সন্ধে ৭ টার সময় এদিন অনুব্রত মণ্ডলের বাসভবনে পৌঁছে যান সিবিআইয়ের এক অফিসার। স্বাভাবিকভাবেই তাদের এই তৎপরতা বর্তমানে বঙ্গ রাজনীতিতে বেশ ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, সম্প্রতি অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য সমান পাঠায় সিবিআই। প্রথমেই অবশ্য তৃণমূল নেতার আইনজীবীর পক্ষ থেকে হাজিরায় অনুপস্থিত থাকার বিষয়টি তুলে ধরা হয়। এক্ষেত্রে এসএসকেএম হাসপাতালে শারীরিক পরীক্ষা থাকার কারণে সিবিআই জেরা এড়ানোর পক্ষে সওয়াল করেন অনুব্রতর আইনজীবী। তবে অপরদিকে নিজেদের বক্তব্যে অনড় থাকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এক্ষেত্রে এসএসকেএম হাসপাতাল থেকে বেরিয়ে তৃণমূল নেতাকে নিজাম প্যালেসে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়। তবে এদিন শেষ পর্যন্ত সিবিআইয়ের কোনরকম নির্দেশে কর্ণপাত করেননি অনুব্রত।

প্রসঙ্গত, এসএসকেএম হাসপাতালে শারীরিক পরীক্ষা করানোর জন্য গতকাল রাতেই চিনার পার্কে ফ্ল্যাটে এসে হাজির হন তৃণমূল নেতা। পরবর্তীতে এদিন সকালে হাসপাতালে এসে শারীরিক পরীক্ষার পর পুনরায় ফিরে যান বীরভূমে। এর মাঝে জল্পনা সৃষ্টি হতে থাকে যে, তবে কি এবার পুনরায় একবার তৃণমূল নেতাকে সমান পাঠাবে সিবিআই?

Untitled design 2022 08 08T162117.062

উল্লেখ্য, বিগত বেশ কয়েকদিনে অনুব্রত মণ্ডলের উপর চাপ ক্রমশ বেড়ে চলেছে। এক্ষেত্রে অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে একের পর এক জেরার পাশাপাশি তৃণমূল নেতা ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতেও হানা দেয় ইডি। সেই সূত্র ধরে এদিন অনুব্রতকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় বলে খবর। তবে এদিন তৃণমূল নেতা না আসায় শেষ পর্যন্ত তাঁর চিনার পার্কের ফ্ল্যাটটিতে পৌঁছে গেল সিবিআই। পরবর্তীতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দ্বারা কোন পদক্ষেপ নেওয়া হয়, আপাতত সেটাই মূল প্রশ্ন।


Sayan Das

সম্পর্কিত খবর