মা কালীকে ৫৭০ ভরি সোনার অলঙ্কারে সাজিয়ে তুলতেন অনুব্রত, অর্থের উৎস জানতে তৎপর CBI

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক সময়ে গরু পাচার মামলায় উত্তপ্ত ভঙ্গ রাজনীতি, তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকে ই প্রতিনিয়ত একের পর এক নয়া চাঞ্চল্যকর তথ্য সামনে এসে চলেছে। একই সঙ্গে বর্তমানে অনুব্রত মন্ডলের কালী ভক্তি উঠে এলো সিবিআই এর নজরে। কালীপুজো মায়ের উদ্দেশ্যে তৃণমূল নেতার প্রদান করা গয়নার উৎস জানতে বর্তমানে তৎপর হয়ে উঠেছে সিবিআই অফিসারদের প্রতিবছর কোটি কোটি টাকার গহেনয় সেজে উঠতো অনুব্রত মণ্ডলের কালী প্রতিমা তবে এই টাকার উৎস কি সেটাই বর্তমানে বড়সড় প্রশ্ন চিহ্নের মুখে উঠে এসেছে

উল্লেখ্য, অনুব্রত মণ্ডল দ্বারা আয়োজিত কালীপুজোর ক্ষেত্রে যেদিকে মানুষের সর্বপ্রথম নজর যায়, তা হল মা কালীর গায়ের ‘অলংকার’। প্রতিবছরই বিপুল সংখ্যক অলংকারে মাকে ঢেকে দেন তৃণমূল নেতা। নিজের হাতে মাকে অলংকার দিয়ে পরিসজ্জিত করার পাশাপাশি সম্পূর্ণ অনুষ্ঠানে নজর থাকে তাঁর। ২০১৯ এবং ২০২০ সালে মা ও স্ত্রী মারা যাওয়ায় নিজের হাতে সাজাতে পারেননি মাকে। তবে তা সত্ত্বেও ২০২০-এ কালী প্রতিমাকে ৩৬০ থেকে ৩৭০ ভরি অলংকারে ভরিয়ে দেন অনুব্রত। এর ঠিক পরের বছরে সেই পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রায় দ্বিগুনে।

উল্লেখ্য, ২০২১ সালে মা কালীর অলংকারের পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৫৬০ থেকে ৫৭০ ভরি, যার মূল্য বর্তমানে তিন কোটি টাকারও বেশি।

সাম্প্রতিক সময়ে অনুব্রত মণ্ডলের নামে একাধিক বেনামি সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। এক্ষেত্রে বোলপুরে অসংখ্য জমির খোঁজ পাওয়ার পাশাপাশি ইতিমধ্যে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ আত্মীয়দের নামে ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিট উদ্ধার করেছে তদন্তকারী অফিসাররা। এক্ষেত্রে বেশিরভাগ সম্পত্তি কেষ্ট ঘনিষ্ঠ আত্মীয় এবং ব্যবসায়ীদের নামেই মিলেছে বলে খবর। তবে শুধুমাত্র অনুব্রত মণ্ডল নন, তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নামেও কোটি কোটি টাকার সম্পত্তি মিলেছে, যা ঘিরে ইতিমধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সেই সূত্র ধরেই বর্তমানে সিবিআইয়ের অনুমান, বীরভূমে মা কালীর প্রতিমাকে গয়নার দ্বারা সজ্জা বাবদ যে পরিমাণ অর্থের খরচ করতেন অনুব্রত মণ্ডল, তা অবৈধ টাকাতেই করা হয়ে থাকতো। এই বিষয়ে আরও তথ্য জানতে ইতিমধ্যে ব্যাঙ্ক কর্মীদের পাশাপাশি দুইজন স্বর্ণ ব্যবসায়ীকেও তলব করেছে তারা।

Untitled design 2022 09 07T140528.383

সিবিআই সূত্রের খবর, ইতিমধ্যে বেশ কিছু রশিদ তাদের হাতে এসেছে। প্রসঙ্গত, বিগত বেশ কয়েক বছর ধরেই অনুব্রত মণ্ডলের মা কালীর প্রতি ভক্তি গোটা বাংলা জুড়ে প্রায় সকলেরই জানা। এ বছর জেলে থাকলেও তার মাঝেই মা তারার উদ্দেশ্যে ভক্তি ভরে পুজো দিয়েছেন তৃণমূল নেতা। তবে কালী-ভক্তি বাবদ খরচ করা অর্থের উৎস প্রসঙ্গে শেষপর্যন্ত সিবিআইয়ের হাতে নয়া কোন তথ্য উঠে আসে, সেদিকে নজর সকলের।

Sayan Das

সম্পর্কিত খবর