বাংলাহান্ট ডেস্কঃ ২০১৮ সালে মেট্রো ডেয়ারির (metro dairy) শেয়ার সংক্রান্ত এক মামলা করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। হাইকোর্টে করা মামলায় তিনি দাবী করেছিল, সস্তায় বিক্রি করে দেওয়া হয়েছে মেট্রো ডেয়ারির শেয়ার।
তিনি অভিযোগ করেছিলেন, কয়েক শত কোটি টাকার ক্ষতি করে সিঙ্গাপুরের সংস্থার কাছে নামমাত্র দামে বিক্রি করে দেওয়া হয়েছে মেট্রো ডেয়ারির শেয়ার। প্রায় ৪৭ শতাংশ শেয়ার ঘুরপথে বিক্রি করার অভিযোগ করা হয়েছিল। আর সেটা নিয়েই মামলা করা হয়েছিল আদালতে।
সূত্রের খবর, কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা জানিয়েছে মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রির মামলায় তদন্ত করতে প্রস্তুত সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)। এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্টে। উচ্চ আদালতে নিজের অবস্থান স্পষ্ট করেছে সিবিআই।
আগামী ১৬ ই ডিসেম্বর এই মামলার চূড়ান্ত শুনানি করা হবে। আর তার আগেই হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, ১০ ই ডিসেম্বরের মধ্যে সব পক্ষকে নিজেদের অবস্থা স্পষ্ট করার নির্দেশ দিয়েছে। তবে জানা গিয়েছে, আদালতের দিক থেকে নির্দেশ এলেই, মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রির মামলায় তদন্তে নেমে পড়বে সিবিআই।