CBSE সিলেবাসে বড়সড় রদবদল! তৃতীয় শ্রেণী থেকেই বদল আসছে প্রশ্ন তৈরির ধরনে

Published on:

Published on:

CBSE big decision change in examination system from third grade onwards

বাংলা হান্ট ডেস্ক: আগে যেখানে গরগর করে মুখস্ত করে পরীক্ষা দিয়ে খাতা ভরাতে হতো। এবার সেই পড়াশোনায় ভোল বদল করতে চলেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। জানা যায় এবার থেকে স্কুল গুলি পড়াশুনো ও পরীক্ষার পদ্ধতিতে বড় পরিবর্তন আসতে চলেছে। সূত্রের খবর এমন ভাবেই  সাজানো হবে CBSE সিলেবাস ও প্রশ্নপত্র। যেখানে বদলে যেতে পারে, পড়াশোনার পদ্ধতি। এর ফলে শুধু মুখস্ত করে পাশ করার থাকবে না তার বদলে ছাত্রছাত্রীরা বিষয়টি কতটা বুঝেছে এবং সেগুলো জীবনে আসলেও ব্যবহার করতে পারছেন কিনা সেই বিষয়টিও বোঝা যাবে।

CBSE-র বড় সিদ্ধান্ত, তৃতীয় শ্রেণী থেকেই বদল পরীক্ষার পদ্ধতিতে (CBSE)

এই পরিবর্তন শুধুমাত্র যে পরীক্ষার খাতায় সীমাবদ্ধ থাকবে তা নয়। পাশাপাশি শিশুদের চিন্তা করার ও বোঝার এবং জ্ঞান প্রয়োগ করার ক্ষমতাও বাড়াবে বলে মনে করছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। আর এর প্রধান উদ্দেশ্য হল, আগামী প্রজন্মের প্রত্যেকটি শিশু যেন শুধুমাত্র নম্বরের জন্য না দৌড়ায়। তারা যেন প্রত্যেকটি বিষয়বস্তু বুঝে পড়াশোনা করতে চাই।

CBSE big decision change in examination system from third grade onwards

আরও পড়ুন: ত্বক ফাটার ভয় নেই! শীতের আগেই এই টিপসগুলো মানলেই মিলবে নরম মসৃণ ত্বক

এছাড়াও CBSE এই নতুন পরিকল্পনা একটি অভিনব পদ্ধতি। তারা পরীক্ষা মানেই যে পড়াশোনা শেষ সেটি বোঝাতে চাইছেন না। তারা বোঝাতে চাইছেন পরীক্ষা হবে শিক্ষার প্রয়োজনীয় অংশ। এখন থেকে দেখা হবে ছাত্রছাত্রীরা তাদের শিক্ষায় কিভাবে ব্যবহার করে। এছাড়াও NEP ২০২০ এই সুপারিশ অনুযায়ী মূল্যায়নের পদ্ধতি শিশুদের আরো ভালো করে পড়া বুঝাতে উৎসাহ দেবে।

যদিও এবার CBSE তৃতীয়, পঞ্চম ও অষ্টম প্রেমের জন্য একটি নতুন পরীক্ষা পদ্ধতি শুরু করেছে SAFAL. যেখানে শেখার বিশ্লেষণ এর জন্য গঠিত হয়েছে এই মূল্যায়ন। এছাড়াও এটি অনলাইনে পরীক্ষা দিতে পারবে ছাত্র-ছাত্রীরা।

এটির মূল উদ্দেশ্য কি?

১) শিশুরা বিষয়গুলি কতটা গভীরভাবে শিখছে তার খুঁজে বের করা।

২) কোন শিক্ষার্থী কোন অংশে পিছিয়ে রয়েছে সেটিও স্পষ্টভাবে জানা যাবে (CBSE)।