জখম শাবানার ছবি না শেয়ার করার অনুরোধ সেলেবদের

বাংলাহান্ট ডেস্কঃ গতকালই  পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন বর্যীয়ান অভিনেত্রী শাবানা আজমি। তার পর থেকেই একের পর এক সংবাদ মাধ্যম শাবানার এই দুর্ঘটনা নিয়ে খবর করেছে। সোস্যাল মিডিয়ায় পোস্ট হয়ে অগনিত পোস্ট। যার বেশীরভাগ পোস্টেই ব্যবহৃত হয়েছে আহত শাবানা আজমির ছবি। এবার সেই ছবি ব্যবহার না করার আর্জি জানালেন বলিউড সেলেবরা। তাদের বক্তব্য এই মর্মান্তিক ছবি অনেককে আহত করেছে। ট্যুইটারে অভিনেত্রী শ্রদ্ধা কাপুর লিখেছেন,”This is a request to all our friends in the media if someone has met with an accident please don’t put up those photos.Please have some empathy and sensitivity and think how distressing this can be to their family members and loved ones.Please take it down immediately.Thank you.”

840351 shabana

অভিনেতা বরুন ধবনেরও বক্তব্য একই, “To all my dear friends in the media if someone has met with an accident please do not splash their pictures all over it can be extremely distressing to their family and loved ones.This is just a humble request thank you ” অনুরোধ করেছেন অন্যান্য বিশিষ্ট জনেরাও।

 

পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন বর্যীয়ান অভিনেত্রী শাবানা আজমি। মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে ঘটেছে এই দুর্ঘটনা। মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে খালাপুর টোল প্লাজার কাছে ঘটে দুর্ঘটনা।একটি ট্রাককে পেছন থেকে এসে ধাক্কা মারে অভিনেত্রীর গাড়ি। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন তিনি। গাড়ির সামনের অংশও ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিনেত্রীকে তড়িঘড়ি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। জানা গিয়েছে, কালামবোলির এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে শাবানা আজমিকে। ওই একই গাড়িতে অভিনেত্রীর সঙ্গে ছিলেন জাভেদ আখতারও। তবে শাবানা আজমি জখম হলেও সুস্থ রয়েছেন জাভেদ আখতার।অভিনেত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের তত্ত্ববধানে রয়েছেন তিনি।

সম্পর্কিত খবর