বাংলাহান্ট ডেস্ক : বাংলায় দুর্গাপুজোর ‘আনুষ্ঠানিক’ সমাপ্তি। রবিবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালের (Durga Puja Carnival) হাত ধরে উমাকে এ বছরের মতো বিদায় জানাল বাংলার মানুষ। প্রতি বছরের মতো এবছরও রাজ্য সরকারের এই অনুষ্ঠানে নেমেছিল তারকাদের ঢল। বৃষ্টি মাথায় নিয়েই মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হন বিনোদুনিয়ার তারকারা। সেখানেই নজর কাড়লেন পর্দার ‘মুনির আলম’ অঙ্কুশ হাজরা।
দুর্গাপুজোর কার্নিভালে (Durga Puja Carnival) তারকাদের ঢল
অনুষ্ঠানের সূচনা হয় দীক্ষা মঞ্জরীর শিক্ষার্থী এবং নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের সঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং সুর করা গানের সঙ্গে নৃত্য পরিবেশন করতে দেখা যায় তাঁদের। কার্নিভাল (Durga Puja Carnival) যত এগিয়ে চলে ততই একে একে পারফর্ম করতে দেখা যায় ছোটপর্দা এবং বড়পর্দার তারকাদের।
কে কে এসেছিলেন: নিজের দলের সঙ্গে কার্নিভালে নৃত্য পরিবেশন করেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন বান্ধবী ঐন্দ্রিলা সেন সহ অঙ্কুশ, যিশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তী, রাইমা সেন, রিয়া সেন। মুখ্যমন্ত্রী এবং নায়িকাদের সঙ্গে নেচে ওঠেন অঙ্কুশ। দেখা মেলে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরও।
আরও পড়ুন : অতিরিক্ত ৮ কোটি আয়ের সুযোগ রেলের, রানাঘাট-বনগাঁ রুটে বড় কাজের উদ্যোগ
পারফর্ম করেন শ্রাবন্তী: বডিগার্ড পুলিশ লাইন্সের ট্যাবলোর সঙ্গে কার্নিভালে নাচেন শ্রাবন্তী। সঙ্গে নাচতে দেখা যায় অভিনেত্রী মীনাক্ষী শেষাদ্রিকেও। ছোটপর্দার তারকাদের মধ্যে এদিন কার্নিভালের (Durga Puja Carnival) মঞ্চে দেখা মেলে সৌমিতৃষা কুণ্ডু, পায়েল দেব, রিমঝিম মিত্র, দিব্যজ্যোতি দত্ত, ভরত করল, মধুবনী গোস্বামীদের। এছাড়াও উপস্থিত ছিলেন জুন মালিয়া, লাভলি মৈত্র, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়দের মতো তারকা রাজনীতিকরা।
আরও পড়ুন : “অনেক গালি খেয়েছি”, ‘চিরদিনই তুমি যে আমার’ ছাড়লেন অভিনেতা!
২০১৬ সালে শুরু হয়েছিল রাজ্য সরকারের দুর্গাপুজো কার্নিভাল। রেডরোডে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে বিসর্জনের দিকে এগিয়ে যায় শহরের নামীদামী পুজোর প্রতিমা গুলি। মাঝে করোনার জন্য একবছর বন্ধ ছিল এই কার্নিভাল। জানা গিয়েছে, এবছর ১১৩ টি পুজো অংশ নিয়েছিল পুজোর কার্নিভালে।