বাংলাহান্ট ডেস্ক : বিতর্ক যেন পিছুই ছাড়ছে না দিলজিৎ দোসাঞ্ঝের (Diljit Dosanjh)। কখনও কনসার্টের সময় মাদক দ্রব্যের ব্যবহার নিয়ে অভিযোগ উঠছে তাঁর বিরুদ্ধে, কখনও আবার পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে কাজ করে বিতর্কে জড়াচ্ছেন অভিনেতা গায়ক। এবার ফের চর্চায় দিলজিৎ (Diljit Dosanjh)। আবারও নিজের আসন্ন ছবি নিয়ে বিপাকে পড়লেন এই পঞ্জাবি তারকা।
ফের বিতর্ক দিলজিৎ দোসাঞ্ঝের (Diljit Dosanjh) নতুন ছবি ঘিরে
আগামীতে ‘পঞ্জাব ৯৫’ ছবিতে দেখা যাবে দিলজিৎকে (Diljit Dosanjh)। পঞ্জাবের মানবাধিকার কর্মী যশবন্ত সিং খালরার জীবনকাহিনি নিয়ে তৈরি হয়েছে এই ছবি। পঞ্জাবের অশান্ত সময়ে বহু মানুষের নিখোঁজ হয়ে যাওয়ার সত্যতা তুলে ধরেছিলেন তিনি। কিন্তু মুক্তির আগেই চর্চায় উঠে এসেছে এই ছবি। সৌজন্যে সেন্সর বোর্ড। সর্বমোট ছবির ১২৭ টি দৃশ্যের উপরে কাঁচি চালিয়েছে সেন্সর।
একগুচ্ছ বদলের নির্দেশ: ছবিটি নিয়ে একগুচ্ছ কাটছাঁট করার নির্দেশ ভারতীয় সেন্সর বোর্ডের। ছবিতে পঞ্জাব পুলিশের বদলে শুধু ‘পুলিশ’ রাখতে হবে, বাদ দিতে হবে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাম। এমনকি দিলজিতের (Diljit Dosanjh) ছবির টাইটেল থেকেও ‘পঞ্জাব’ সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেন্সর বোর্ডের খবরদারিতে ক্ষুব্ধ পরিচালক হানি ত্রেহান।
কী বললেন পরিচালক: ছবির বিষয়বস্তুই যখন পঞ্জাব নিয়ে, তাহলে নাম থেকে পঞ্জাব কীভাবে বাদ দেবেন? প্রশ্ন তুলেছেন পরিচালক। সেই সঙ্গে তাঁর অভিযোগ, এত দৃশ্যই যদি বাদ দিতে হয় তবে আসল গল্পটাই হারিয়ে যাবে। সেইসঙ্গে পরিচালক (Diljit Dosanjh) হুঁশিয়ারি দিয়েছেন, যদি জোরজবরদস্তি এত কাঁচি চালানো হয় ছবিতে তাহলে তিনি নিজেই ছবি থেকে নিজের নাম সরিয়ে নেবেন।
আরও পড়ুন : জোয়ার আসবে দেশের অর্থনীতিতে, ৫ বছরে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা আদানির
দিলজিতের ছবির মূল গল্প যাঁকে নিয়ে, সেই যশবন্ত সিং খালরার স্ত্রীও সেন্সর বোর্ডের নির্দেশের বিরোধিতা করে জানিয়েছেন, তাঁদের পরিবারের সম্মতি নিয়েই তৈরি হয়েছে ছবিটি। এতে কোনো ভুলভ্রান্তি নেই। কিন্তু তাঁরা ছবির মুক্তির পক্ষে সওয়াল করলেও প্রশ্ন উঠে গিয়েছে, আদৌ ছবিটি মুক্তি পাবে তো? বা মুক্তি পেলেও ছবিটিতে কতটা কাটাছেঁড়া হবে তা নিয়েও সন্দেহ নির্মাতাদের।