বাংলাহান্ট ডেস্কঃ করোনার কারণে ইতিমধ্যে বিশ্বজুড়ে কয়েক দফায় কমেছে অপরিশোধিত তেলের দাম। আশা করা হয়েছিল এই পরিস্থিতিতে ভারতের বাজারে উল্লেখযোগ্য ভাবে কমবে পেট্রোল ও ডিজেলের দাম। কিন্তু তেলের দাম কমছে না বরং পেট্রোল ও ডিজেলের দাম শুল্ক আরোপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার
সোমবার, ফিনান্স বিলে একটি সংশোধনী এনে আবগারি শুল্ক সীমা বৃদ্ধির অনুমোদন দেয়। যার ফলে পেট্রোল এবং ডিজেলের উপর 8 টাকা অবধি শুল্ক আরোপ করতে পারবে কেন্দ্রীয় সরকার। অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ার সুবিধা পেট্রোল এবং ডিজেলের দামে পাওয়া যাবে না।
প্রসঙ্গত, গত ১৪ ই মার্চ, সরকার পেট্রল ও ডিজেলের উপর শুল্কের মূল্য প্রতি লিটারে তিন টাকা বাড়িয়েছিল। তিন টাকার এই বৃদ্ধির ফলে সরকার চলতি অর্থবছরে ৪০,০০০ কোটি ভারতীয় টাকা অতিরিক্ত রাজস্ব পাবে বলে আশা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, সরকার যদি পেট্রোল এবং ডিজেলের উপরে আট টাকা পর্যন্ত শুল্ক আরোপ করে, তবে অপরিশোধিত তেলের বর্তমান মূল্য স্তর বিবেচনায় এই অর্থবর্ষের প্রথম অংশে একলাখ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় করতে পারবে। এই বিপুল পরিমাণ টাকা করোনা আক্রান্ত খাতের জন্য সরকার ব্যবহার করতে পারবে।
ভারতে করোনার ভাইরাস সংক্রমণের ঘটনা ধীরে ধীরে বাড়ছে। সোমবার, দেশে নতুন নতুন 99 টি ঘটনা হয়েছে, যা এখনও দেশে এক দিনের মধ্যে সর্বোচ্চ। এ ছাড়া সোমবার আরও দু’জনের মৃত্যুর সাথে সাথে দেশে এ কারণে মোট মৃত্যুর সংখ্যা ৯। এর মাধ্যমে, দেশে মোট করোনার সংক্রমণের ক্ষেত্রে সংখ্যা 492-এ দাঁড়িয়েছে।দেশের 80 টি জেলা ইতিমধ্যে লকডাউন করবার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। যে কারণে বিপুল ক্ষতি হবে দেশের অর্থনীতিতে।