বাংলাহান্ট ডেস্কঃ করোনা (covid-19) সংক্রান্ত ‘উস্কানিমূলক’ পোস্ট এবং অ্যাকাউন্ট সরানোর বিষয়ে এবার কড়া পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। সম্প্রতি সময়ে স্যোশাল মিডিয়ায় করোনা সংক্রান্ত পোষ্টে সৎকারের ছবি দেখিয়ে হিংসাত্মক এবং উস্কানিমূলক বার্তা দিচ্ছে কয়েকটি অ্যাকাউন্ট- এমনটা অভিযোগের জেরে এবার কড়া পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র সরকার।
সবমিলিয়ে ফেসবুক, ট্যুইটার এবং ইনস্টাগ্রাম থেকে ১০০-এরও বেশি পোষ্ট এবং অ্যাকাউন্ট স্যোশাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল কেন্দ্র সরকার। সূত্রের খবর, সেই তালিকায় রয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রচারমূলক পেজ ‘বাংলার গর্ব মমতা’ও (banglar gorbo mamata) রয়েছে।
এক কেন্দ্রীয় সরকারি আধিকারিক জানিয়েছেন, ‘বর্তমান সময়ে স্যোশাল মিডিয়ায় করোনা সংক্রান্ত পোস্টে সৎকারের ছবি দেখিয়ে হিংসাত্মক এবং উস্কানিমূলক বার্তা দেওয়া হচ্ছে। এইসকল পোষ্ট দেখে জনগণ প্ররোচিত হতে পারে। আবার এর ফলে স্বাস্থ্যকর্মীদের উপর হামলাও হতে পারে। এইসকল পোষ্ট, অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে। ভুয়ো তথ্য দেওয়ার অভিযোগ মমতা ব্যানার্জির নির্বাচনী হ্যান্ডেলও ব্লক করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে’।
‘হিন্দুস্তান টাইমস’ সূত্রের খবর, কেন্দ্রের নির্বাচিত তালিকায় ‘বাংলার গর্ব মমতা’- র ফেসবুক পেজ রয়েছে। এই ভেরিফায়েড পেজে ২৭ লাখ ফলোয়ার্সও আছে। তবে রবিবার সকাল ১০ টা বেজে ১৫ মিনিট পর্যন্ত এই পেজ এবং ট্যুইটার অ্যাকাউন্ট খুলতে পেরেছিল ‘হিন্দুস্তান টাইমস’। তবে কেন্দ্রের তরফে তথ্যপ্রযুক্তি আইনের ৬৯ (এ) ধারায় ব্লক করে দেওয়ার নির্দেশ দেওয়া হলেও, পেজের অ্যাডমিনকে ফেসবুকের পক্ষ থেকে কোন নোটিশ দেওয়া হয়েছে কিনা, সেবিষয়ে কিছু জানা যায়নি।