দেশে অক্সিজেনের আকাল! মোকাবিলায় নয়া নির্দেশিকা জারি কেন্দ্রের

বাংলাহান্ট ডেস্কঃ দেশজুড়ে করোনা দ্বিতীয় তরঙ্গে বিপর্যস্ত পরিস্থিতি। একেরপর এক রেকর্ড ভেঙে মারণ ভাইরাস ক্রমে ঊর্ধ্বমুখী। শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা (Coronavirus)আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেছে ৩ লক্ষ। এমন পরিস্থিতিতে দেশের স্বাস্থ্য পরিকাঠামো উঠে আসছে প্রশ্ন চিহ্নের মুখে। হাসপাতালে শয্যার অভাব এবং অপর্যাপ্ত অক্সিজেন করোনা মোকাবিলায় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

এমন পরিস্থিতিতে কেন্দ্রকে তুলধোনা করেছে দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। আদালতের ডিভিশন বেঞ্চ করেছে যে, ধার, চুরি এবং প্রয়োজনে ভিক্ষা করে হলেও কেন্দ্রকে অক্সিজেনের (Oxygen) জোগান দিতে হবে। এরপরই নড়েচড়ে বসল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আজ অর্থাৎ বৃহস্পতিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব করোনার বিরুদ্ধে লড়াইয়ে অক্সিজেনের আকালকে মোকাবিলা করতে সাতটি নির্দেশিকা (New Guideline) জারি করেছে। সব রাজ্যকেই তা কড়া ভাবে মানতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

Five COVID-19 patients die at UP hospital, family members allege oxygen shortage- The New Indian Express

জেনে নেওয়া যাক কি কি নির্দেশ দেওয়া হয়েছে:

১) দেশের সমস্ত হাসপাতালে করোনা মোকাবিলায় অক্সিজেনের পর্যাপ্ত যোগান সুনিশ্চিত করতে অক্সিজেন প্রস্তুতকারক সংস্থা এবং সরবরাহকারীদের মধ্যে কোনও বিধিনিষেধ থাকবে না।

২) চিকিৎসাজনিত কারণে অক্সিজেন সরবরাহের জন্য রাজ্য ও পরিবহন সংস্থার মধ্যে কোনও বিধিনিষেধ থাকবে না।

৩) শহর, আন্তঃনগরে অক্সিজেন সরবরাহকারী যানবাহনের জন্য কোনও সময়সীমা থাকবে না।

৪) কোনও কতৃপক্ষই অক্সিজেন সরবরাহকারী যানবহন গুলিকে কোনও জেলা বা অঞ্চল বিশেষ চলাচলে নিযুক্ত করতে পারবে না।

৫) বানিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত অক্সিজেন সরবরাহ ২২ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

৬) গোটা দেশে প্রতিনিয়ত EG-11 দ্বারা প্রস্তুত অক্সিজেনকে সংশোধিত করতে হবে।

৭) আর এই নির্দেশিকা যথাযথ ভাবে পালনের জন্য দায়ী থাকবে জেলা শাসক, পুলিশের এসপি, ডিসি এবং ডেপুটি কমিশনার।

সম্পর্কিত খবর