বাংলা হান্ট ডেস্কঃ এখনকার এই ‘ডিজিটাল ইন্ডিয়া’র যুগে প্রায় প্রত্যেকের হাতেই রয়েছে স্মার্ট ফোন। আর এই মোবাইল গুলি সচল রাখতে সক্রিয় সিম কার্ড থাকা আবশ্যক। তাই সিম ছাড়া যে কোনো মোবাইল কার্যত জড় বস্তুর সামিল। তবে সাইবার প্রতারণার কথা মাথায় রেখে সিম ব্যবহারের ওপর ব্যাপক রাশ টেনেছে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক। এরইমাঝে সামনে এল কেন্দ্রের দেওয়া এক চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, অতিরিক্ত সিম ব্যবহারের নিরিখে দেশের সমস্ত রাজ্যকে ছাপিয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ (West Bengal)। এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে রমরমিয়ে চলছে বেআইনি সিমের ব্যবহার। পরিসংখ্যানের বিচারে বিগত পাঁচ বছরে সারা বাংলায় এই ধরনের মোট ১৩ লাখ ৫৯ হাজার ৯৩৪টি সিম বাতিল করা হয়েছে।
বেআইনি সিম ব্যবহারে শীর্ষে পশ্চিমবঙ্গ (West Bengal)
সম্প্রতি এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে কেন্দ্রের রিপোর্টে। সংসদে লিখিত পরিসংখ্যান দিয়ে এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক। এখানেই শেষ নয় রয়েছে চমকে দেওয়ার মতো আরও তথ্য। কেন্দ্রীয় মন্ত্রকের দাবি পশ্চিমবঙ্গে (West Bengal) মোট ৪ লক্ষ ৫ হাজার ৩০৭ জনের নামে ৯ টি করে সিম কার্ড রয়েছে।
কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী এই ধরনের সিমগুলি ব্যবহার করেই পাতা হচ্ছে সাইবার প্রতারণার মতো ফাঁদ। জানা যাচ্ছে, বিগত পাঁচ বছরে রাজ্য (West Bengal) জুড়ে বিভিন্ন কল সেন্টারে তল্লাশি চালিয়ে এই ধরনের কয়েক লক্ষ সিম বাজেয়াপ্ত করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির দাবি জঙ্গি নাশকতা-সহ অন্যান্য অপরাধমূলক কাজে এই ধরনের সিমগুলি ব্যবহার করা হয়।
আরও পড়ুন: পার্থর কাছে সুপারিশ করেছিলেন ২২ জনের নাম! নিয়োগ দুর্নীতিতে এবার বিপাকে এই প্রাক্তন মন্ত্রী?
মূলত অনলাইন জালিয়াতিতে রাশ টানতে দু’বছর আগে ২০২৩ সালে টেলি কমিউনিকেশন আইনকে আরও কড়া করেছে কেন্দ্র। এই আইন অনুযায়ী অসম,জম্মু-কাশ্মীর এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি (৬টি) ছাড়া অন্য রাজ্যের বাসিন্দারা সর্বোচ্চ ৯টি সিম কার্ড ব্যবহার করতে পারেন।
কোনো গ্রাহক যদি ৯ টার বেশি সিম ব্যবহার করেন তাহলে সেই গ্রাহককে মোট ৫০ হাজার টাকা জরিমানা এমনকি তিন বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাই প্রশ্ন উঠছে এমন কড়াকড়ি সত্ত্বেও বাংলায় কীভাবে এত বেআইনি সিমের রমরমা চলছে?