‘হিরণ থেকে মিঠুন-ঝুলন’, লোকসভা নির্বাচনে BJP-র প্রার্থী তালিকায় বড় চমক! জল্পনা তুঙ্গে

বাংলা হান্ট ডেস্ক : শিয়রে লোকসভা নির্বাচন (Lok Sabha)। ইতিমধ্যেই সম্মুখ সমরের প্রস্তুতি নিতে শুরু করেছে সমস্ত দল। দুই মাসের মধ্যে দু’দুবার বাংলায় এসে ঘুরে গিয়েছেন অমিত শাহ (Amit Shah)। আসন্ন লোকসভা নির্বাচনে বাংলাকে পাখির চোখ করে রেখেছে দেশের শাসক দল বিজেপি। বাংলার ৪২টি আসনের মধ্যে ৩৫টি আসনের লক্ষ্য বেঁধে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগেই সামনে এল বিজেপির (Bhartiya Janta Party) সম্ভাব্য প্রার্থী তালিকা।

কিছুদিন আগে অবধিও শোনা যাচ্ছিল, রাজ্যের শাসকদলের প্রার্থী তালিকা দেখেই নিজেদের প্রার্থী ঘোষণা করবে কেন্দ্রের শাসকদল‌। শোনা যাচ্ছিল আসন্ন নির্বাচনে বাংলার একাধিক কেন্দ্রে প্রার্থী বদলের কথা ভাবনা চিন্তা করছে কেন্দ্রীয় BJP নেতৃত্ব। এর মধ্যে জয়ী কিছু আসনের ‘হেভিওয়েট প্রার্থী’-দের ক্ষেত্রেও মুখ অদল বদল করা হতে পারে বলেও খবর মিলেছিল। তবে এবার অপেক্ষার অবসান। জল্পনার মাঝেই প্রকাশ্যে এল বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা।

বিজেপি সূত্রে খবর, আপাতত ‘শাহি কৌশল’এ ঝাঁপিয়ে পড়াই হল লক্ষ্য। ২০১৯ সালের ১৮টি আসনের পর লক্ষ্যমাত্রা বাড়িয়ে এখন বিজেপির লক্ষ্য ৩৫। এবং এই প্রার্থী তালিকায় ‘তারকা চমক’ থাকার সম্ভাবনা ছিল প্রবল। আর এবার সেই আশঙ্কাকে সত্যি করল সম্ভাব্য তালিকা। বিজেপি সূত্রে খবর, আসন্ন নির্বাচনে পদ্ম শিবিরের হয়ে মাঠে নামবেন মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে হিরণ এবং ঝুলন গোস্বামী।

আরও পড়ুন : অষ্টম শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে নরেন্দ্রপুর স্কুলে তাণ্ডব! চলল মারধর, ভাঙচুর

সূত্রের খবর, আসন্ন নির্বাচনে কৃষ্ণনগর থেকে বিজেপির হয়ে প্রার্থী দাঁড়াবেন ঝুলন গোস্বামী। ওদিকে ঘাটালে বিজেপির ট্রাম্প কার্ড হতে চলেছে অভিনেতা হিরণ চ্যাটার্জি। যেখানে উত্তর কলকাতা থেকে পদ্ম শিবিরের তুরুপের তাস হতে চলেছে সদ্য পদ্ম প্রাপ্ত অভিনেতা মিঠুন চক্রবর্তী। এর আগেও বিধানসভা নির্বাচনের সময় তিনি হুংকার দিয়েছিলেন প্রচার ময়দান থেকে। অন্যদিকে আরও এক ‘হেভিওয়েট প্রার্থী’-র কেন্দ্র বদল নিয়ে তুমুল চর্চা। বঙ্গ রাজনীতির সফল রাজনীতিবিদদের তালিকা তৈরি করলে তার নাম উঠে আসবেই।

আরও পড়ুন : ছবি নেতাজির, আর নাম তৃণমূল নেতার! রিষড়ার ঘটনায় হইচই সোশ্যাল মিডিয়ায়

এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তার বাবা শিশির অধিকারী আর লড়তে চাইছেনা। অর্থাৎ এই আসনেও নতুন প্রার্থী দিতে হবে বঙ্গ বিজেপিকে। একই সাথে শুভেন্দুর ভাই দিব্যেন্দুরও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও সম্ভাব্য তালিকায় তার নাম নেই। ওদিকে সুকান্ত মজুমদার, রুদ্রনীল ঘোষ, ভারতি ঘোষের নামও জ্বলজ্বল করছে এই তালিকায়। তবে চূড়ান্ত তালিকা না আসা অবধি নিশ্চিত হতে পারছেনা বাংলার রাজনৈতিক মহল।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর