বাংলা হান্ট ডেস্কঃ বিগত জানুয়ারি মাস থেকে সংবাদের শিরোনামে রয়েছে সন্দেশখালি (Sandeshkhali)। লোকসভা ভোটের মুখেও শেখ শাহজাহান এবং তাঁর ‘গড়’ নিয়ে চর্চা থামছে না। দিন কয়েক আগেই সন্দেশখালিতে নারী নির্যাতন, জমি দখল সহ একাধিক অভিযোগ খতিয়ে দেখতে সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। এবার জানা গেল, ইতিমধ্যেই কেন্দ্রীয় এজেন্সির কাছে প্রায় ৬৫০ অভিযোগ জমা পড়েছে।
গ্রামবাসীদের মধ্যে অনেকে যেমন সশরীরে এসে অভিযোগ জানিয়েছেন। তেমনই আবার অনেকে ইমেলের মাধ্যমেও অভিযোগ রুজু করেছেন। এবার এই সকল অভিযোগ খতিয়ে দেখার জন্য টিম তৈরি করল সিবিআই (Central Bureau of Investigation)। স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চ, ইকোনমিক অফেন্স ব্রাঞ্চের অফিসার সহ মোট ১১ সদস্যের সেই টিম গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখবে।
সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সেই সকল অভিযোগ খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছিল সিবিআইয়ের হাতে। পাশাপাশি অভিযোগ নেওয়ার জন্য একটি পোর্টাল তৈরির নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। এবার ১১ সদস্যের একটি বিশেষ টিম গঠন করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁদের হাতেই অভিযোগ খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ মিলে গেল লাল-সবুজ! একই দেওয়াল লিখন TMC-CPIM-র! ছবি শেয়ার করে বিস্ফোরক অমিত মালব্য
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়ি হাজির হয়েছিলেন ইডি আধিকারিকরা। তবে বাড়িতে ঢুকে তল্লাশি করতে পারেননি। উত্তেজিত জনতার হামলা থেকে বাঁচতে রীতিমতো পালাতে হয় তাঁদের। গুরুতর আহত হন কয়েকজন ইডি আধিকারিক। রেহাই পাননি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও।
এরপরেই ঘটনার মোড় সম্পূর্ণ ঘুরে যায়। এলাকার ‘ত্রাস’ শাহজাহানের বিরুদ্ধে পথে নামেন সন্দেশখালির মহিলারা। শাহজাহান এবং তাঁর সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে আনা হয় মারাত্মক সব অভিযোগ। রাজ্যের গণ্ডি টপকে এই ঘটনার রেশ ছড়িয়ে পড়েছিল গোটা দেশে। ইডি পেটানোর ঘটনার পর প্রায় ৫৫ দিন ফেরার থাকার পর রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হন সন্দেশখালির এই বহিষ্কৃত তৃণমূল নেতা। বর্তমানে ইডি এবং সিবিআই দুই সংস্থায় শাহজাহানের বিরুদ্ধে তদন্ত করছে।