সন্দেশখালি কাণ্ডে নয়া মোড়! শাহজাহান-গড়ে এবার যা করল CBI … তোলপাড় রাজ্য!

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সন্দেশখালি কাণ্ড নিয়ে বিগত কয়েক মাস ধরে উত্তাল রাজ্য রাজনীতি। রোজ কোনও না কোনও কারণে সংবাদের শিরোনামে উঠে আসে শাহজাহান-গড়। এবার যেমন সন্দেশখালি (Sandeshkhali) কাণ্ডের তদন্তে এল নয়া মোড়। বিরাট পদক্ষেপ নিল সিবিআই (Central Bureau of Investigation)। সন্দেশখালি নিয়ে সকল অভাব-অভিযোগ শোনার জন্য এবার সেখানেই অস্থায়ী অফিস তৈরি করল তদন্তকারী সংস্থা।

গত জানুয়ারি মাসে ইডি পেটানোর ঘটনার পর থেকেই সন্দেশখালি নিয়ে রাজ্যে প্রবল চর্চা চলছে। বর্তমানে সাসপেন্ডেড তৃণমূল নেতা শেখ শাহজাহান (Sheikh Shahjahan) এবং তাঁর বাহিনীর বিরুদ্ধে নারী নির্যাতন, জমি দখল, হেনস্থা সহ একাধিক অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। গত এপ্রিল মাসে কলকাতা হাই কোর্টের তরফ থেকে সন্দেশখালি কাণ্ডে সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দেওয়া হয়।

অভিযোগ জানানোর জন্য অনলাইনে পোর্টাল খোলারও নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গেই বলা হয়, নির্যাতিতরা কীভাবে সিবিআইয়ের কাছে নিজেদের অভিযোগ জানাতে পারবেন সেই বিষয়ে গ্রাম জুড়ে প্রচার করতে হবে রাজ্য সরকারকে। তবে সিবিআই সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই ইমেলের মাধ্যমে অভিযোগ জমা নেওয়া বন্ধ করা হয়েছে। তবে সন্দেশখালির মানুষজন যাতে সহজে নিজেদের অভিযোগের কথা জানাতে পারেন, সেই কারণে গোয়েন্দা সংস্থার তরফ থেকে একটি অস্থায়ী শিবির খোলা হয়েছে।

আরও পড়ুনঃ ঘূর্ণিঝড় এলেও কি ফের তছনছ হবে বাংলা? বিরাট খবর দিল হাওয়া অফিস, মৌসম ভবন জানাল…

সন্দেশখালির অভিযোগকারীদের সঙ্গে কথা বলার জন্য ইতিমধ্যেই কলকাতার সিবিআই দফতর থেকে বেশ কয়েকজন আধিকারিক শাহজাহান-গড়ে পৌঁছে গিয়েছেন। বৃহস্পতিবার আবার এসপি র‍্যাঙ্কের একজন আধিকারিক সেখানে যান। এবার সন্দেশখালিতে অস্থায়ী ক্যাম্প করেই থাকবেন তাঁরা।

CBI camp in Sandeshkhali

কেন্দ্রীয় এজেন্সি সূত্রে জানা যাচ্ছে, সন্দেশখালিতেই এবার থাকবেন তাঁদের আধিকারিকরা। সেই সঙ্গেই ইতিমধ্যেই তাঁদের কাছে যে যে অভিযোগ জমা পড়েছে, সেগুলিও খতিয়ে দেখার কাজ হবে সিবিআইইয়ের সেই অস্থায়ী শিবিরে। একইসঙ্গে যে সকল মানুষ অভিযোগ জানিয়েছেন তথা অভিযোগকারীদের সঙ্গে সরাসরি কথা বলবেন সিবিআই কর্তারা। এর ফলে তদন্তের গতি আরও বাড়বে বলে অনুমান করছে ওয়াকিবহাল মহল।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X