‘কাল কী করি দেখবেন”, অভিষেককে হুমকি CBI-র! বড় বোমা ফাটালেন মমতা

বাংলা হান্ট ডেস্ক : কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ফের সরব মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসে সিবিআই (Central Bureau of Investigation)। আজ নবান্নে দুই মুখ্যমন্ত্রীকে পাশে নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন তিনি।

নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেককে তলব করে সিবিআই। অভিষেকের বাড়িতে সেই নোটিস দিতে দিয়ে হুমকি দিয়ে আসেন সিবিআই আধিকারিকরা। তাঁরা নাকি বলেছিলেন আজই নোটিশ নিতে হবে, নাহলে কাল অন্য কিছু হতে পারে। এমনই অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

abhishek mamata sad

মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সঙ্গে ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-সহ একাধিক আপ নেতা। যৌথ সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল অভিযোগ করেন, তাঁর উপমুখ্যমন্ত্রী মণীশ সিশোদিয়াকে টেনে হেঁচড়ে আদালতে উপস্থিত করা হয়েছিল।

এই জাতীয় ঘটনা একজন মন্ত্রীর পক্ষে অত্যন্ত অবমাননাকর বলে দাবি করেন কেজরিওয়াল। আবগারি কেলেঙ্কারি কাণ্ডে গ্রেফতার হয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিশোদিয়া। কেজরির অভিযোগের পরই সিবিআই-র দমন নিয়ে সরব হন মমতা।

তাঁর কথায়, আড়াইটের সময় অভিষেকের (Abhishek Banerjee) বাড়িতে হানা দেয় সিবিআই। তখন বাঁকুড়াতে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তারপরেও সিবিআই আধিকারিকরা হুমকি দিয়ে বলেন, ‘এখনই নোটিস নিতে হবে। না হলে কাল দেখতে পাবেন কী হয়।’ মুখ্যমন্ত্রীর দাবি, দেশজুড়ে এজেন্সি রাজ চলছে। কেন্দ্রীয় সরকার এজেন্সিকে ভরসা করে সরকার চালাচ্ছে। তাই সম্মিলিতভাবে বিজেপির বিরোধিতা করতে হবে। ওদের হারাতে হবে।


Sudipto

সম্পর্কিত খবর