বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ২৭ মার্চ থেকে ভোট উৎসব শুরু হয়েছে। শেষ হবে ২৯ এপ্রিল। এরপর ২ মে বাংলা সহ পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। রাজ্যে আট দফায় নেওয়া হবে ভোট। নির্বাচনে অশান্তি এড়াতে রাজ্যে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে ৮০০ কোম্পানির জওয়ান মোতায়েন আছে রাজ্য জুড়ে। প্রাপ্ত খবর অনুযায়ী, চতুর্থ দফার নির্বাচনের পর আরও ২০০ কোম্পানির আধাসেনা আসতে চলেছে বাংলায়।
কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও নির্বিঘ্নে নির্বাচনে করার জন্য নিজেদের কর্তব্য পালন করে চলেছে। তবে শুধু নির্বিঘ্নে নির্বাচন করানোই লক্ষ্যই না কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। কোনও মানুষ যদি অসুবিধায় পড়ে, তাঁদের সমস্যা সমাধান করা। বয়স্কদের ভোট কেন্দ্রে নিয়ে এসে ভোট দেওয়ানো থেকে শুরু করে সবার নিরাপত্তা দেওয়ারও দায়িত্ব রয়েছে তাঁদের কাঁধে।
আর এবার সেই দায়িত্ব পালনকরা কিছু জওয়ানের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যা সবার মন জয় করে নিয়েছে। রাজ্যের দু’দফার নির্বাচনের বিভিন্ন বুথ থেকে কেন্দ্রীয় বাহিনীর এই মানবিক ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
কোথাও দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বৃদ্ধাকে কোলে তুলে নিয়ে ভোট কেন্দ্র থেকে বের হচ্ছেন, আবার কোথাও দেখা যাচ্ছে যে, বৃদ্ধার হাত ধরে তাঁকে ভোট কেন্দ্রে নিয়ে যাচ্ছেন দেশরক্ষীরা।
আবার এক জায়গায় দেখা যাচ্ছে যে, দুধের এক শিশুকে কোলে তুলে নিয়ে বুথের বাইরে অপেক্ষা করছেন এক জওয়ান। সোশ্যাল মিডিয়ায় এই ছবি গুলো ভাইরাল হওয়ার পর কেন্দ্রীয় বাহিনীর প্রশংসা হচ্ছে গোটা রাজ্য জুড়ে। তবে ছবি গুলো ঠিক কোন বুথের তা আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি।
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…