বাংলা হান্ট ডেস্কঃ করোনা (coronavirus) মহামারীর কারণে গোটা দেশে লকডাউনের (Lock Down in India) কথা মাথায় রেখে মোদী সরকার (Modi Sarkar) এবার বিদ্যুত কোম্পানির জন্য আর্থিক প্যাকেজ জারি করেছে। ২৪ ঘণ্টা বিদ্যুত সাপ্লাই দিতে হবে আর বিল মেটাতে দেরি হলে কোন ফাইনও নেওয়া হবেনা। সরকারের তরফ থেকে জারি বয়ানে বলা হয়েছে যে, বিদ্যুত উপভোক্তারা আগামী তিন মাস বিদ্যুতের বিল ভরতে সক্ষম নাও হতে পারে। এই কারণে কোম্পানি গুলো আর্থিক দিক থেকে ভেঙে পড়বে, সেই কারণে বিদ্যুত মন্ত্রালয় আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে।
আপনাদের জানিয়ে দিই, করোনা ভাইরাসের কারণে দেশে ২১ দিনের লকডাউন জারি আছে। যেই কারণে দেশে ব্যাবসা ভেঙে পড়বে। কোম্পানি গুলো আর্থিক দিক থেকে ভেঙে পড়বে। এরজন্য সরকার বিগত তিন দিনে অনেক বড় পদক্ষেপ নিয়েছে। সরকার বিনামূল্যে রেশন থেকে শুরু করে হোম লোন, কার লোন আর ক্রেডিট কার্ডের ইএমআই ভরার জন্য অনেক ছাড়ের ঘোষণা করেছে।
CERC (সেন্ট্রাল ইলেক্ট্রিসিটি রেগুলেটরি কমিশন) বিদ্যুত ডিস্ট্রিবিউশন কোম্পানি গুলোর উপর লেট চার্জ ধার্য করবে না। পরিস্কার কথা হল, বিদ্যুত কোম্পানি গুলো গ্রাহকদের কাছ থেকে লেট চার্জ আর পেনাল্টি নেওয়া হবেনা। যদি আপনি এই সময় বিল না মেটাতে পারেন, তাহলে আপনার কাছ থেকে ফাইন নেওয়া হবেনা। আর এই পদক্ষেপের মধ্যে সরকার ২৪ ঘণ্টা বিদ্যুত সরবরাহ করার লক্ষ্যও রেখেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিদ্যুত ডিস্ট্রিবিউশন করা কোম্পানিগুলোকে সরকার ছাড় দিয়েছে মানে এই যে, কোম্পানি গুলো বিদ্যুত কোম্পানির বকেয়া রকম পরেও মেটাতে পারবে। সরকার বিদ্যুত সরবরাহ কোম্পানি গুলোকে বিদ্যুত দিতেই থাকবে।
তাঁদের কাছে পয়সা মেটানোর জন্য এখন চাপ দেওয়া হবেনা। অ্যাডভান্স পেমেন্টের টাকা এখন মাত্র ৫০ শতাংশই দিতে হবে। আপনাদের জানিয়ে দিই, দেশে ৭০ শতাংশ বিদ্যুত কয়লা দিয়ে উৎপন্ন হয়, আর এরজন্য কয়লা উৎপাদনে বাঁধা আসতে দেওয়া যাবেনা। আর রেলওয়েকেও কয়লা সাপ্লাই নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে।