পেট্রোপণ্যে শুল্ক কমিয়েই বিরোধীদের তোপ কেন্দ্রের, দুই অবিজেপি রাজ্য VAT কমালেও ব্রাত্য বাংলা

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল সমগ্র দেশবাসীকে কিছুটা স্বস্তি দিয়ে পেট্রোল ডিজেলের দাম কমানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র সরকার। এরপরেই বিরোধী রাজ্যগুলিকে একবার নিশানা করে কেন্দ্র। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি বলেন, “আমাদের সরকার পরপর দুবার ট্যাক্স কমালেও মহারাষ্ট্র, বাংলা, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, রাজস্থান এবং কেরলের মত রাজ্যগুলির সেদিকে কোন নজরই নেই। বিজেপি শাসিত রাজ্যগুলির থেকে এই সব রাজ্যে জ্বালানির পিছনে 10-12 টাকা বেশি খরচ করতে হয় মানুষকে। তা সত্বেও এসকল রাজ্যগুলি ভ্যাট কমাতে চাইছে না। এখন তাদের ঘুম ভাঙা উচিত।”

তাঁর এই মন্তব্যের পর এদিন দুই অবিজেপি শাসিত রাজ্য কেরল এবং রাজস্থান  জ্বালানি বাবদ ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে। কেরল যেখানে পেট্রোল এবং ডিজেল প্রতি 2.41 টাকা এবং 1.36 টাকা ট্যাক্স কমিয়েছে, সেখানে রাজস্থানের কংগ্রেস সরকার যথাক্রমে লিটার প্রতি 2.48 টাকা এবং 1.16 টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। যদিও এই ব্যাপারে এখনও পর্যন্ত অন্যান্য বিরোধী রাজ্যগুলির মত বাংলাতেও সরকার কোন রকম সিদ্ধান্ত নেয় নি।

গতকাল ট্যাক্স কমানোর পর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার জন্য আমরা পদক্ষেপ নিয়ে চলেছি।” যদিও কেন্দ্রের এই সিদ্ধান্তে পুরোপুরিভাবে সন্তুষ্ট নয় বিরোধী দলগুলি। বাংলার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, “সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় বিজেপি দলের একাংশের। সেখানে তারা জানায়, এরকম ভাবে চললে ভোট পাওয়া যাবে না। সেই কারণে ভোটের কথা মাথায় রেখেই মোদির এই সিদ্ধান্ত। এখানে আমাদের কোনো রকম ভূমিকা নেই। কেন্দ্র সরকার অতীতে পেট্রোল-ডিজেল বাবদ 30 থেকে 40 টাকা দাম বাড়িয়ে বর্তমানে কমিয়েছে মাত্র 7-8 টাকা।”

এছাড়াও মোদি সরকারের সমালোচনা করে কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা টুইট করেন, “কেন্দ্রীয় অর্থমন্ত্রী, এখন পেট্রোলের দাম 105.41 টাকা। গতকাল আপনারা সিদ্ধান্ত নিয়েছেন, পেট্রোলের দাম 9.50 টাকা কমবে। অথচ পরিসংখ্যান বলছে গত 21 শে মার্চ পেট্রোলের দাম ছিল 95.41 টাকা। অর্থাৎ বিগত দু মাসে 10 টাকা দাম বাড়িয়ে এখন কমালেন 9 টাকার সামান্য কিছুটা বেশি! মানুষকে আপনারা বোকা ভাববেন না।

সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কথায়, “দাম সামান্য কিছুটা কম হওয়ায় মানুষের সুরাহা হবে, এটা ঠিক। তবে বিগত বেশ কিছুদিন যেভাবে পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়েছে কেন্দ্র সরকার, সেখানে গতকালের এই সিদ্ধান্ত তেমন কিছুই নয়।”


Sayan Das

সম্পর্কিত খবর