অশ্লীল কনটেন্টের রমরমা! অভিযোগ পেয়েই কড়া অ্যাকশন কেন্দ্রের, ব্লক করা হল ১৮ টি OTT, ১৯ টি ওয়েবসাইট

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দেশজুড়ে (India) ক্রমশ বাড়ছে ইন্টারনেট (Internet) ব্যবহারকারীর সংখ্যা। এদিকে, নেটমাধ্যমে প্রকাশ পাচ্ছে বিভিন্ন ধরণের কনটেন্টও (Content)। যদিও, সেগুলির মধ্যে একটা বড় অংশ জুড়ে রয়েছে বিভিন্ন অশ্লীল কনটেন্ট। যেগুলির বিরুদ্ধে প্রায়শই প্রতিবাদ উঠতে দেখা যায়। পাশাপাশি নেওয়া হয় একাধিক পদক্ষেপও। সেই রেশ বজায় রেখেই এবার একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে।

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রক ১৮ টি OTT প্ল্যাটফর্ম সহ ১৯ টি ওয়েবসাইট এবং ১০ টি অ্যাপকে ব্লক করেছে। যেগুলির বিরুদ্ধে অশ্লীল কনটেন্ট প্রদর্শন সহ পর্ন ছবি দেখানোর অভিযোগ পর্যন্ত ছিল। এদিকে, ওই ১০ টি অ্যাপের মধ্যে ৭ Google Play Store-এ এবং ৩ টি Apple Store-এ উপলব্ধ ছিল বলেও জানা গিয়েছে।

এছাড়াও, ওই OTT প্ল্যাটফর্ম, অ্যাপ এবং ওয়েবসাইটের সঙ্গে সংযুক্ত থাকা মোট ৫৭ টি সোশাল মিডিয়া অ্যাকাউন্টকেও নিষ্ক্রিয় করা হয়েছে। এমতাবস্থায়, তথ্য ও সম্প্রচার মন্ত্রক সূত্রে জানা গিয়েছে যে, এর আগেই ওই OTT প্ল্যাটফর্ম থেকে শুরু করে ওয়েবসাইট এবং অ্যাপগুলিকে এই বিষয় সতর্ক করা হয়েছিল। যদিও, তারা “শিল্পের স্বাধীনতা”-র অজুহাতের মাধ্যমে অশ্লীল কনটেন্ট উপস্থাপন অব্যাহত রাখে। তবে, শেষ পর্যন্ত কেন্দ্রের তরফে কড়া পদক্ষেপ গ্রহণ করা হল।

Central Government blocked 18 OTT, 19 websites for obscene content

মূলত, তথ্য ও প্রযুক্তি আইন ২০০০-এর আওতায় ওই প্ল্যাটফর্ম, ওয়েবসাইট এবং অ্যাপকে ব্লক করা হয়েছে। এমতাবস্থায় এই বিষয়ে সরকারি বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে যে, ওই প্ল্যাটফর্মগুলিতে প্রদর্শিত কনটেন্টের একটি বড় অংশে মহিলাদের রীতিমতো অসম্মান করা হয়েছে। এর পাশাপাশি, অপ্রয়োজনীয় ভাবে নগ্নতা এবং যৌন ক্রিয়াকলাপকে চিত্রিত করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে।

আরও পড়ুন: পল ভালথাতি শুরু করে বিসলা, IPL কাঁপানো এই চার প্লেয়ার আজ কোথায়? তালিকায় রয়েছে বড় চমক

এমনকি, ওই প্ল্যাটফর্মগুলিতে পারিবারের সদস্যদের মধ্যে অবৈধ সম্পর্ক থেকে শুরু করে শিক্ষক এবং পড়ুয়াদের মধ্যে শারীরিক সম্পর্ক সংক্রান্ত কনটেন্টও পাওয়া গিয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ব্লক করা একটি OTT অ্যাপ ইতিমধ্যেই ডাউনলোড হয়েছে ১ কোটির বেশি। এর পাশাপাশি, দু’টি অ্যাপ ডাউনলোড হয়েছে ৫০ লক্ষেরও বেশি। তবে, বৃহস্পতিবার থেকেই এগুলির আর কোনো অস্তিত্ব থাকবে না।

আরও পড়ুন: ৪ কিমি হেঁটে যেতে হয় স্কুলে, ১১ জন বাচ্চাকে নিজের টাকা দিয়ে সাইকেল কিনে দিলেন দরিদ্র শ্রমিক

ব্লক করা হয়েছে এই ১৮ টি OTT প্ল্যাটফর্ম:
১. এক্সট্রামুড, ২. প্রাইম প্লে ৩. হট শটস ভিআইপি, ৪. ফুগি, ৫. চিকুফ্লিক্স, ৬. মোজফ্লিক্স, ৭. নিউফ্লিক্স, ৮. মুডএক্স, ৯. ড্রিমস ফ্লিমস, ১০. ভুভি, ১১. ট্রাই ফ্লিক্স, ১২. আনকাট আড্ডা, ১৩. ইয়েস্মা, ১৪. এক্স প্রাইম, ১৫. বেশরম, ১৬. ব়্যাবিট, ১৭. হান্টার্স, ১৮. নিয়ন এক্স ভিআইপি

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর