বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে প্রত্যেকটি ভারতীয় নাগরিকের (Indian Citizen) কাছে ভোটার কার্ড ও আধার কার্ডের গুরুত্ব অপরিসীম। তবে আগামী দিনে ভারতীয় নাগরিকদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে সিটিজেন কার্ড (Citizen Card)। বর্তমানে সরকারি ও বেসরকারি বিভিন্ন কাজে আধার কার্ডের প্রয়োজন হয়।
একজন ভারতীয়র শুধুমাত্র পরিচয়পত্রের সাক্ষ্য বহন করে আধার কার্ড, নাগরিকত্বের নয়। তবে সিটিজেন কার্ড (Citizen Card) পরিচয় ও নাগরিকত্ব এই দুইই বহন করবে। কেন্দ্রীয় সরকারের (Central Government) প্রস্তাব অনুযায়ী, একটি করে ইউনিক সিটিজেন কার্ড ইস্যু করা হবে প্রত্যেক বৈধ ভারতীয় নাগরিকের জন্য।
এই কার্ডে থাকা ইউনিক নম্বর নাগরিকদের পরিচয় এবং নাগরিকত্বের প্রমাণ বহন করবে। জাতীয় নিরাপত্তা আরো সুরক্ষিত করা ও অবৈধ বসবাসকারীদের চিহ্নিত করার উদ্দেশ্যেই সিটিজেন কার্ড নিয়ে আসার ভাবনাচিন্তা করছে সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ইউনিক সিটিজেন কার্ডের মাধ্যমে বৈধ ও অবৈধ নাগরিকদের শনাক্ত করতে চাইছে।
আরোও পড়ুন : কল করার জন্য একাধিক ফোন নম্বর ব্যবহার করছেন, জানুন কোনটা আধার সাথে লিঙ্ক!
সিটিজেন কার্ডের (Citizen Card) উদ্দেশ্য:
বেশকিছু চলমান সমস্যা দূরীকরণে ও অভ্যন্তরীণ সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে সিটিজেন কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
• বৈধ ও অবৈধ নাগরিকদের চিহ্নিত করতে সিটিজেন কার্ড বড় ভূমিকা নেবে।
• নাগরিকত্ব আইন সংক্রান্ত যে জটিলতা সৃষ্টি হয়েছে তা মেটানো সম্ভব হবে।
• কেন্দ্রীয়ভাবে নাগরিকদের তথ্য সংরক্ষণ ও তার ব্যবহার সহজ হবে সিটিজেন কার্ডের মাধ্যমে।
কীভাবে পাবেন সিটিজেন কার্ড ?
জাতীয় জনসংখ্যা পঞ্জি (NPR) আপডেটের সময় জমা দিতে হবে আপনার তথ্য। এনপিআরের ভিত্তিতে যারা বৈধ নাগরিক তারা পাবেন একটি ইউনিক নম্বর।নাগরিকদের ব্যক্তিগত এবং পারিবারিক তথ্য যাচাইয়ের পর ইস্যু করা হবে সিটিজেন কার্ড। জাতীয় জনসংখ্যা পঞ্জি (NPR) আপডেট করার সময়েই চলতে পারে সিটিজেন কার্ড তৈরির কাজ। তবে কবে থেকে এই কর্মযজ্ঞ শুরু হবে সেই বিষয়ে এখনো সরকারিভাবে কিছু জানা যায়নি।