পুজোর মাসে DA সহ ৩টি উপহার! কনফার্ম হল তারিখ, খুশিতে আত্মহারা সরকারি কর্মচারীরা

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য পুজোর মরসুমেই বিরাট সুখবর। দীর্ঘদিন ধরে ডিএ (DA) ইস্যুতে তোলপাড় রাজ্য। মহার্ঘ ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। ওদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা (Central Government Workers) তাদের DA বৃদ্ধির অপেক্ষা করছেন। শোনা যাচ্ছে শীঘ্রই ফের বৃদ্ধি পাবে তাদের মহার্ঘ ভাতা।

বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, নবরাত্রি থেকে দীপাবলির মধ্যে ডিএ বৃদ্ধির (DA Hike) ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। আবার জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভার বৈঠক দশেরার আগে হতে পারে। সেই বৈঠকে থেকেই ডিএ বৃদ্ধির অনুমোদন মিলতে পারে। অর্থাৎ আগামী ১৫ দিন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর নিয়ে আসতে পারে।

জানা যাচ্ছে ১ জুলাই ২০২৩ থেকে কার্যকর হবে এই নিয়ম৷ পূর্বে ৩ শতাংশ ডিএ বৃদ্ধির পরামর্শ দেওয়া হলেও এবার ৪% ডিএ বাড়তে পারে বলে বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে। ডিএ সাধারণত AICPI সূচকের উপর নির্ভর করে গণনা করা হয়। বছরে দুবার মহার্ঘভাতা বৃদ্ধি করে থাকে কেন্দ্রীয় সরকার। জানুয়ারিতে মহার্ঘভাতা ৩৮ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে হয় ৪২ শতাংশে দাঁড়ায়। জুলাই থেকে বর্ধিত মহার্ঘভাতা কার্যকর হয়েছে।

আরও পড়ুন: ‘ঘুমিয়ে নেই…’, বারংবার ভর্ৎসনার পর এবার আদালতে মুখ খুললো CBI, বিপাকে পার্থ

২৪ অক্টোবরের আগেই ডিএ বৃদ্ধির ঘোষণা করা হতে পারে। পুজোর আগেই ফের সুখবর আসতে চলেছে, সম্ভাবনা এমনটাই। এবার ৪ % হারে ডিএ বাড়ানো হলে তা গিয়ে দাঁড়াবে ৪৬ শতাংশে। এই হিসাব ধরে চললে আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি মাসে মহার্ঘ ভাতার পরিমাণ ৫০ শতাংশ ছাড়িয়ে যাবে। সেইসঙ্গে দিপাবলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বোনাসও পেতে পারেন। এমনটাই সম্ভাবনা রয়েছে।

da hikee

যদিও পুজোর আগে ডিএ বৃদ্ধি নিয়ে এখনও কোনো ঘোষণা করেনি কেন্দ্র। তবে বিভিন্ন মহলের মত, পুজোর মরসুমেই কেন্দ্রীয় সরকার ডিএ নিয়ে কোনও বড় ঘোষণা করতে পারে। একাধিক রিপোর্টের দাবি অনুযায়ী অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ডিএ বৃদ্ধির ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর আগামী ২৫শে অক্টোবর এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

উৎসবের মরসুমে এই বছরে দ্বিতীয় বারের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির দিকে চেয়ে রয়েছেন সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা। কেন্দ্রীয় সরকারি কর্মীরা চলতি বছরের DA এর পাশাপাশি আগের বকেয়া DA ও পেতে পারেন। করোনার সময় ১৮ মাস ধরে আটকে থাকা মহার্ঘ ভাতা প্রদানের বিষয়ে শীঘ্রই কেন্দ্রীয় সরকার কোনও আপডেট দিতে পারে বলে সূত্রের খবর। এবার মোদী সরকার কী সিদ্ধান্ত নেয় সেই অপেক্ষাতেই সকলে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর