মাধ্যমিক পাশের প্রচুর কর্মী নিয়োগ খাদ্য দপ্তরে! ডেটা এন্ট্রি অপারেটরসহ একাধিক পদে নেওয়া হবে লোক

বাংলাহান্ট ডেস্ক : নির্বাচনের আগে বড় সুখবর রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য। ফের একবার নিয়োগ হতে চলেছে রাজ্যে। সমস্ত জেলার পুরুষ ও মহিলা সবাই আবেদনের যোগ্য। এই নিয়োগের বিস্তারিত আলোচনা করা হল  প্রতিবেদনে।

✓ বিজ্ঞপ্তি নম্বর : BECIL/Project-III(HRMS)F.No.113/FSSAI-NR/Cr No.773/2024/Adv. 440

আরোও পড়ুন : সিবিল স্কোর বাড়াতে চান? FD থাকলেই পেয়ে যাবেন এই ক্রেডিট কার্ডের সুবিধা

১. পদের নাম : Data Entry Operator

• মোট শূন্য পদের সংখ্যা : প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গেছে খাদ্য দপ্তরে চারটি ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে।

• শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীকে যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিভাগীয় বিষয়গুলির মধ্যে যেকোনো একটিতে স্নাতক উত্তীর্ণ হতে হবে। এমএস অফিসের বিভিন্ন সফটওয়্যারে কাজ করার দক্ষতাও থাকতে হবে প্রার্থীর। এছাড়াও টাইপিং স্পিড হতে হবে 35wpm।

• বেতন : ২৫,৭৯২/- টাকা মাসিক বেতন প্রদান করা হবে।

• বয়সসীমা : এই পদে সর্বোচ্চ ৪০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আরোও পড়ুন : এগিয়ে আসছে সময়! হু হু করে নামবে পৃথিবীর জনসংখ্যা, প্রকাশ্যে এল চমকে দেওয়া তথ্য

২. পদের নাম : Multi Tasking Staff

• মোট শূন্য পদের সংখ্যা : এই পদে চারজনকে নিয়োগ করা হবে।

• শিক্ষাগত যোগ্যতা : যে কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এই পদে।

• বেতন : মাসিক বেতন প্রদান করা হবে ২১,৬৩২/- টাকা।

• বয়সসীমা : এই পদে সর্বোচ্চ ৪০ বছর বয়সীরা আবেদন করতে পারেন।

medical officer recruitment(1)

 

✓ আবেদন পদ্ধতি : সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে এই দুটি পদের জন্য। নিচের লিংকে ক্লিক করে প্রার্থীরা অনলাইন আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে সঠিকভাবে আবেদনপত্র পূরণ করে প্রার্থীদের প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে।

✓ আবেদনের শেষ তারিখ : ২৫/০৩/২০২৪

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর