অবশেষে সরকারি কর্মীদের অষ্টম পে কমিশনের অনুমোদন দিল ক্যাবিনেট, দেখুন কতটা বাড়ছে বেতন

বাংলা হান্ট ডেস্কঃ বহু অপেক্ষার অবসান। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Government Employees) বেতন সংশোধনের জন্য অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) অনুমোদন দিল মোদী মন্ত্রিসভা। বৃহস্পতিবার সরকারি কর্মীদের এই সুখবর দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ২০২৬ সালের মধ্যেই অষ্টম পে কমিশন গঠন করা হবে, ঘোষণা অশ্বিনীর।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের কপাল খুলল বলে! Government Employees

পয়লা ফেব্রুয়ারী বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী। তার আগে অষ্টম পে কমিশন নিয়ে নয়া আপডেট আসতেই খুশি সরকারি কর্মীরা। যদিও কবে তা স্থাপন করা হবে সেই নিয়ে নির্দিষ্ট কোনো তারিখ এখনও ঘোষণা করা হয়নি। মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আরও জানিয়েছেন অষ্টম পে কমিশন চালু হওয়ার বিষয়টি দেখভালের জন্য শীঘ্রই চেয়ারম্যান ও দু’জন সদস্য নিয়োগ হতে চলেছে।

বিগত বেশ কিছু সময় ধরেই অষ্টম বেতন কমিশন জোর জল্পনা চলছিল। ২০২৪ সাল থেকেই সরকারি কর্মীদের (Government Employees) একাংশ নয়া বেতন কমিশনের (New Pay Commission) দাবিতে সরব ছিলেন। প্রসঙ্গত, প্রতি দশ বছর অন্তর অন্তর একটি কেন্দ্রীয় বেতন কমিশন গঠন করা হয়। এর আগে ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছিল।

সেই সময় দেওয়া সুপারিশগুলি ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়। এবার দশ বছর হতে ২০২৬ সালের জানুয়ারি থেকে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন শুরুর নিয়ে সুখবর দিল মোদী সরকার। সপ্তম পে কমিশন গঠনের সময় আন্তর্জাতিক শ্রম কমিশনের বিধি এবং ডঃ এইক্রয়ডের ফর্মুলার ভিত্তিতে ২৬ হাজার টাকা মাসিক ন্যূনতম বেতনের দাবি জানানো হলেও তা রাখা হয়নি। মাসিক ন্যূনতম বেতন মাত্র ১৮ হাজার টাকা রাখা হয়েছিল সেই সময়।

তাহলে সেই হিসেব মতো অষ্টম পে কমিশনে সরকারি কর্মীদের ন্যূনতম মূল বেতন বা বেসিক পে ১৮ হাজার থেকে বেড়ে ৩৪ হাজার ৫৬০ টাকা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জানিয়ে রাখি, পে কমিশনের সুপারিশগুলি ফিটমেন্ট ফ্যাক্টরের উপর ভিত্তি করে করা হয়। পূর্বে সপ্তম বেতন কমিশে ফিটমেন্ট ফ্যাক্টর বেড়েছিল। সপ্তম বেতন কমিশনের ক্ষেত্রে ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টরকে সামনে রেখে তা গঠন করা হয়েছিল।

government employees

আরও পড়ুন: স্যালাইন কাণ্ডের জের! আজই বড় পদক্ষেপের পথে ‘ক্ষুব্ধ’ মমতা! কি ঘটতে চলেছে?

এই বিষয়ে ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি (জেসিএম) এর সেক্রেটারি (স্টাফ সাইড) শিব গোপাল মিশ্র বলেন, অষ্টম বেতন কমিশনের জন্য কমপক্ষে ২.৮৬ এর ফিটমেন্ট ফ্যাক্টর প্রত্যাশা রয়েছে। যদি তাই হয় তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেতন ১৭,৯৯০ টাকা থেকে বেড়ে ৫১,৪৫১ টাকা হতে পারে। নতুন পে কমিশন আসলে বাড়বে সরকারি কর্মীদের (Government Employees) মহার্ঘ ভাতা, ট্রাভেল অ্যালাওয়েন্স, হাউজ রেন্ট অ্যালাওয়েন্স সহ আরও একাধিক ভাতা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর