বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধি করেছে মোদী সরকার। কেন্দ্রের কর্মীদের জন্য ফের ৪% হারে ডিএ (DA) বৃদ্ধি করা হয়েছে। জানিয়ে রাখি, আগে আগে ৪৬ শতাংশ হারে ডিএ পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Central Government Workers)। লোকসভা ভোটের আগে তা আরও ৪ শতাংশ বেড়ে বর্তমানে ৫০ শতাংশ হয়েছে। পাশাপাশি সরকারি কর্মীদের একাধিক ভাতাও বৃদ্ধি করেছে কেন্দ্র। যা নিয়ে যথেষ্টই খুশি কেন্দ্রীয় সরকারি কর্মীরা। তবে এই আবহেই এবার ডিএ ইস্যুতে ফের চিন্তা। কারণ কী?
গত জানুয়ারি মাসে মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। তবে চিন্তার বিষয় হল ফেব্রুয়ারিতে এসেও মহার্ঘ ভাতার তথ্য আপডেট করেনি কেন্দ্র। যার জেরে বিভ্রান্তির পরিস্থিতি তৈরি হয়েছে। জানুয়ারি মাসেই মহার্ঘ ভাতা ৫০ শতাংশে পৌঁছেছে। নিয়ম অনুযায়ী, মহার্ঘ ভাতার পরিমাণ ৫০ শতাংশ হলে তা মূল বেতন বা বেসিক পে-র সঙ্গে যুক্ত হয়ে যায়। এর পর ফের শূন্য থেকে মহার্ঘ হিসেব শুরু করে সরকার। তবে শ্রম ব্যুরো এই বিষয়ে এখনও কোনও তথ্য আপডেট করেনি। গত ২৮ মার্চ মহার্ঘ ভাতা গণনার তথ্য প্রকাশিত হওয়ার কথা থাকলেও সেরম কিছুই করা হয়নি।
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দুটো সম্ভাবনার কথা সামনে আসছে। প্রথমত, শ্রম ব্যুরো মহার্ঘ ভাতার বিষয়ে তথ্য পরিবর্তন করছে, তাই এখনও পর্যন্ত তা সামনে আনা সম্ভব হয়নি। আর দ্বিতীয়ত, মহার্ঘ ভাতা ৫০ শতাংশ হয়ে যাওয়ার পরও একইভাবে চালাতে পারে কেন্দ্র। অর্থাৎ এরপর শুন্য থেকে শুরু না করে ৫০ শতাংশের সাথেও পরবর্তী ভাতার হার যোগ করা হতে পারে। যদিও এই বিষয়ে সরকারিভাবে এখনও পর্যন্ত কিছুই বলা হয়নি।
প্রসঙ্গত, ২০১৬ সালে সপ্তম বেতন কমিশন কার্যকর করার সময় মহার্ঘ ভাতা শূন্যে নামিয়ে এনেছিল মোদী সরকার। এবারও তেমনটা হবে বলেই আশাবাদী কেন্দ্রীয় সরকারি কর্মীরা। প্রসঙ্গত, সাধারণত বছরে দু’বার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্র সরকার। প্রথম দফায় যে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয় তা সাধারণত জানুয়ারি মাস থেকে কার্যকর করা হয়।
বিশেষজ্ঞমহলের মতে, চলতি বছরের জুলাই মাসে দ্বিতীয় দফার মহার্ঘ ভাতা ঘোষণা করতে পারে কেন্দ্র সরকার। জানুয়ারি মাসের AICPI সূচক থেকে মনে করা হচ্ছে এবারেও ৪% মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হতে পারে। যদি মহার্ঘ ভাতা বেসিক পে বা মূল বেতনের সঙ্গে যুক্ত হয়ে গেলে ফের তা শূন্য থেকে শুরু করা হবে। আর যদি তা না হয় তাহলে বর্তমানের ৫০ শতাংশের সাথে তা যুক্ত হবে। এবার কেন্দ্র সরকার কোন পথে হাঁটে সেই দিকে তাকিয়ে সরকারি কর্মীরা।