বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকারি কর্মীরা সদ্য ডিএ (Dearness Allowance) বৃদ্ধির সুখবর পেয়েছেন। ২% হারে তাঁদের মহার্ঘ ভাতা বাড়িয়েছে সরকার। এতদিন ৫৩% হারে ডিএ (DA) পেতেন, এবার থেকে ৫৫% হারে মিলবে। এই ঘোষণার পরেই সামনে আসছে নয়া আপডেট! রিপোর্ট বলছে, আগামী দিনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Government Employees) ২% বা তার থেকেও কম হারে ডিএ বাড়ানো হতে পারে। এমনকি মহার্ঘ ভাতা না বাড়ানোরও সম্ভাবনা রয়েছে।
ডিএ (Dearness Allowance) নিয়ে ‘খারাপ খবর’!
গত মার্চ মাসে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের ২% হারে ডিএ বাড়িয়েছে কেন্দ্র। গত কয়েক বছরে এই বৃদ্ধি সর্বনিম্ন। তবে রিপোর্ট বলছে, আগামী দিনেও এত কম হারেই মহার্ঘ ভাতা বাড়াতে পারে সরকার। ২০২৫ সালের প্রথম দু‘মাসে মুদ্রাস্ফীতির হার অনেকটাই হ্রাস পেয়েছে। তার প্রভাব পড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির হারে।
এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, AICPI সূচকের ওপর ভিত্তি করে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির হার ঠিক করা হয়। গত দু’মাসে এই হার নিম্নমুখী। আগামী চার মাসেও যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ২% বা তারও কম হারে বাড়ানো হতে পারে। এমনকি এর জন্য সরকার ডিএ নাও বাড়াতে পারে বলে খবর।
আরও পড়ুনঃ SSC ভবনের সামনে চাকরিহারাদের অবস্থান! জল-টয়লেটের ব্যবস্থা করলেন সজল ঘোষ
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Employees) সাধারণত বছরে দু’বার মহার্ঘ ভাতা বাড়ানো হয়। প্রথম দফা জানুয়ারি থেকে জুন ও দ্বিতীয় দফা জুলাই থেকে ডিসেম্বর অবধি কার্যকর হয়ে থাকে। ইতিমধ্যেই চলতি বছরের প্রথম দফার ডিএ বাড়িয়েছে সরকার। এরপরেই সামনে আসছে নয়া আপডেট!
রিপোর্ট বলছে, চলতি বছরের প্রথম দু’মাসে মুদ্রাস্ফীতির হার নিম্নমুখী। আগামী চার মাসে এই হার কেমন থাকবে তার ওপর নির্ভর করবে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) কতখানি বাড়বে বা আদৌ বাড়বে কিনা সেই বিষয়টি। এমতাবস্থায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই।