বাংলা হান্ট ডেস্কঃ একের পর এক সুখবর পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Central Government Employees)। কিছুদিন আগে বছরের শুরুতেই সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ (Dearness Allowance) বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। ফের একদফায় ৪% হারে ডিএ (DA) বৃদ্ধি করা হয়েছে। আগে ৪৬% হারে ডিএ পেতেন সরকারি কর্মীরা। সম্প্রতি তা বেড়ে হয়েছে ৫০ শতাংশ। এরই মাঝে এবার ফের সুখবর।
সূত্রের খবর এবার মহার্ঘ ভাতা (ডিএ) ও ডিয়ারনেস রিলিফের (ডিআর) বকেয়া টাকা হাতে পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। প্রসঙ্গত, কোভিড অতিমারীর সময় জরুরিকালীন ভিত্তিতে এই ভাতাগুলি বন্ধ করেছিল সরকার। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক। সম্প্রতি সেই টাকা দেওয়ার জন্য সরকারকে প্রস্তাব পাঠানো হয়েছিল। খুব শীঘ্রই সরকারি কর্মীদের শিকে ছিঁড়বে বলে মনে করা হচ্ছে।
আসন্ন বাজেটে বকেয়া DA ও DR নিয়ে ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। জানিয়ে রাখি, সম্প্রতি বকেয়া ডিএ ও ডিআর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠান ন্যাশনাল কাউন্সিল (এমপ্লোয়িজ সাইড) জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির সচিব গোপাল মিশ্র। জানা যাচ্ছে ইতিমধ্যেই এই বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া মিলেছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকেও এই বিষয় নিয়ে আলোচনা চলছে বলে খবর।
প্রসঙ্গত, মহামারীর সময় ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুন, এই সময় পর্যন্ত মোট ১৮ মাস মহার্ঘ ভাতা ও ডিয়ারনেস রিলিফ বন্ধ রেখেছিল কেন্দ্র সরকার। সেই সময় বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল সময় এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে অর্থ মন্ত্রক। পরিস্থিতি স্বাভাবিক হলে সরকারি কর্মীদের বকেয়া টাকা মেটানো হবে।
পাশাপাশি নিয়ম মতো বছরে দু’বার নিজের কর্মীদের ডিএ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারিতে মহার্ঘ ভাতা ৫০ শতাংশে পৌঁছেছে। জুলাইতে ফের বাড়বে ভাতা। এবার চার শতাংশ নাকি পাঁচ শতাংশ বাড়বে সেই নিয়েই তুঙ্গে উঠেছে জল্পনা। তবে ইতিমধ্যেই একাধিক রিপোর্ট দেখে মনে করা হচ্ছে, জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা একলাফে পাঁচ শতাংশ বাড়ানো হতে পারে। যদি ৪ শতাংশ ভাতা বৃদ্ধি করা হয় তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ গিয়ে পৌঁছবে ৫৪ শতাংশে।
আরও পড়ুন: নিম্নচাপের জেরে আজ ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা: আবহাওয়ার খবর
তবে জুলাই মাসেই যে এই ঘোষণা করা হবে তেমন সম্ভাবনা কম রয়েছে। সাধারণত অক্টোবর মাসে বা পুজোর আগে আগে দ্বিতীয় দফায় ডিএ বৃদ্ধি করে থাকে কেন্দ্র। তবে খারাপ খবরও রয়েছে। জানুয়ারিতে মহার্ঘ ভাতা ৫০ শতাংশে পৌঁছেছে। মনে করা হচ্ছিল যে এর পরে মহার্ঘ ভাতা শূন্যতে নামিয়ে আনা হবে। একাধিক রিপোর্ট সহ কর্মীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল মহার্ঘ ভাতা ৫০ শতাংশের বেশি হয়ে গেলে তা বেসিক পে-র সঙ্গে যুক্ত হয়ে যাবে। তবে আপাতত তেমন কোনো সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। সরকার তরফে এই ধরনের কোনো সুপারিশ আপাতত বিবেচনা করা হচ্ছে না। অর্থাৎ ডিএ শূন্যে নামানো যাবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।