রাজ্যে নিযুক্ত কেন্দ্রীয় সরকারি দফতরের কর্মীদের জন্য পুজো ‘উপহার’ কেন্দ্রের, স্যালারি নিয়ে খুশির খবর

Published on:

Published on:

government employees(7)

বাংলা হান্ট ডেস্কঃ পুজো চলেই এল। হাতে গোনা কয়েকটা দিন মাত্র। আর এই আবহেই সুখবর পেলেন সরকারি কর্মীরা (Government Employees)। মূলত রাজ্যে কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Employees) জন্য সুখবর এসেছে। বলা হয়েছে, এ বার সেপ্টেম্বর মাসের বেতন নির্ধারিত সময়ের বেশ কয়েকদিন আগেই হাতে পাবেন সরকারি কর্মীরা।

সরকারি কর্মীদের পুজো ‘বোনাস’ কেন্দ্রের | Government Employees

এবার ২৮ সেপ্টেম্বর থেকে শুরু দুর্গাপুজো। ২৮ তারিখ মহাষষ্ঠী। এই আবহে দুর্গাপুজোর কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। জানা যাচ্ছে, আগামী ২৬ সেপ্টেম্বরই বেতন পেয়ে যাবেন পশ্চিমবঙ্গে নিযুক্ত কেন্দ্রীয় সরকারি দফতরের কর্মীরা।

সাধারণত মাসের শেষ দিন যদি শনি বা রবিবার পড়েলে তার আগের কর্মদিবসে সরকারি কর্মীদের বেতন মিটিয়ে দেওয়া হয়। কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে উৎসবকালীন পরিস্থিতি ও পুজোর কথা মাথায় রেখে সময়ের আগে বেতন মিটিয়ে দেওয়া হবে। পুজোর বাজারের জন্যই ২৬ সেপ্টেম্বরের মধ্যে বেতন মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের।

জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের চাকরি থেকে যেসব কর্মী সেপ্টেম্বর মাসে অবসর নিচ্ছেন, তাঁদেরও যাবতীয় পাওনা ২৬ তারিখেই মিটিয়ে দেওয়া হবে। ওই দিনই সংশ্লিষ্ট কর্মচারীর কর্মজীবনের শেষ দিন হিসাবে বিবেচিত হবে। পুজোর মাসে সরকারের এই সিদ্ধান্তে যথেষ্টই খুশি এ রাজ্যের সরকারি কর্মীরা।

government employees

আরও পড়ুন: রাজ্যে ২ হাজার ৩০৮টি শূন্যপদে শিক্ষক নিয়োগ, জারি হল বিজ্ঞপ্তি, কারা আবেদন যোগ্য?

বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পুজোর আবহে কেন্দ্রের এই সিদ্ধান্তের জন্য সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। কেন্দ্রের সরকারি কর্মীদের একদিকে যেমন পুজোর আগেই সুখবর এল তেমন পুজোর পর দীপাবলির সময়েই ফের তারা বড়সড় সুখবর পেতে চলেছেন বলে মনে করা হচ্ছে। অক্টোবর মাসেই ফের একবার ডিএ বাড়বে এই সরকারি কর্মীদের। সবমিলিয়ে উৎসবের মরসুমে তাঁদের আনন্দ ডবল।