বাংলাহান্ট ডেস্ক: কেন্দ্রের বিরুদ্ধে বারবার আর্থিক বঞ্চনার অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যকে তার প্রাপ্য অর্থ বরাদ্দ করছে না কেন্দ্র – এই অভিযোগে টানা দু’দিন কলকাতায় ধর্না দিয়েছেন মুখ্যমন্ত্রী। ধর্না মঞ্চের শেষ দিন তিনি বলেন, এত কিছুর পরেও দিল্লি থেকে কোনও ফোন আসেনি তাঁর কাছে। তবে অবশেষে রাজ্যের প্রাপ্য কিছুটা অর্থ বরাদ্দ করল কেন্দ্র।
জানা গিয়েছে, আপাতত রাজ্যের পাওনার মাত্র ৬৪০ কোটি টাকা বরাদ্দ করছে কেন্দ্র। মিড ডে মিল খাতে রায়ের স্কুল শিক্ষা দফতরকে এই অর্থ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্র-রাজ্য সংঘাত চিরদিনের। নানা রকম বিষয়ের মধ্যে অন্যতম হল কেন্দ্রের তরফে রাজ্যের বকেয়া টাকা আটকে রাখা। তবে মুখ্যমন্ত্রীর ধর্না শেষে অবশেষে কিছুটা অর্থ পশ্চিমবঙ্গকে বরাদ্দ করল নয়াদিল্লি।
শিক্ষা দফতর সূত্রে দাবি, এই বরাদ্দ রুটিন। অর্থাৎ এমনিতেই মিড ডে মিল খাতে বরাদ্দ করার কথা ছিল কেন্দ্রের। এতে নতুন কিছু নেই। তবে স্কুল শিক্ষা দফতরের এক আধিকারিকের দাবি, এই খাতে বরাদ্দ আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তিনি বলেছেন, মিড ডে মিল প্রকল্পের বাস্তবায়ন দেখতে সম্প্রতি একটি প্রতিনিধি দল পাঠিয়েছিল কেন্দ্র।
উল্লেখ্য, একাধিক সরকারি প্রকল্প বাবদ নয়াদিল্লির কাছে অনেক টাকাই পাওনা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের। উদাহরণস্বরূপ, একশ দিনের কাজ প্রকল্পে রাজ্যের পুরোনো বকেয়া পাওনা রয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা। এর মধ্যে প্রায় ২৮০০ কোটি টাকা মজুরি বাবদ পাওনা রয়েছে রাজ্যের। এর অর্থ, এই প্রকল্পে কাজ করেও শ্রমিকরা তাঁদের বকেয়ার পুরো টাকা পাননি। ২০২১ সালের ডিসেম্বরের পর থেকে মোদী সরকার এই প্রকল্প বাবদ কোনও অর্থ সরবরাহই করেনি।
একইসঙ্গে তারা জানিয়েছে, নতুন অর্থবর্ষেও এই খাতে কোনও বরাদ্দ পাবে না রাজ্য। একমাত্র পশ্চিমবঙ্গের জন্যই কোনও বরাদ্দ রাখেনি কেন্দ্র। স্বভাবতই কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, আবাস যোজনা খাতে কেন্দ্রের থেকে ৮২০০ কোটি টাকা পায় রাজ্য। কিন্তু ওই টাকা দিয়ে সব কাজ হবে না। রাজ্যকে প্রায় পাঁচ হাজার কোটি টাকা ম্যাচিং গ্রান্ট দিতে হবে। কিন্তু কেন্দ্রের তরফে বরাদ্দ না আসায় এই যোজনার কাজ ঝুলে রয়েছে। এ ছাড়া রাজ্যের দাবি, জিএসটির ক্ষতিপূরণ বাবদ কেন্দ্রের থেকে অর্থ পায় রাজ্য।
জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে ভেসে চলছে বিমান, তরুণীর ভিডিও দেখে হতবাক নেটমাধ্যম!