সরকারি কর্মচারীদের জন্য সুখবর! 5 শতাংশ ডিএ বাড়াল কেন্দ্র

বাংলা হান্ট ডেস্ক :  জম্মু কাশ্মীরের উপর থেকে 370 ধারা প্রত্যাহার করার সঙ্গে সঙ্গে প্রথম জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা উপত্যকার উন্নয়নের জন্য একাধিক বিষয় ঘোষণা করেছিলেন৷ শিক্ষা স্বাস্থ্য শিল্প এবং বেকারত্বের সংস্থান সর্বক্ষেত্রেই সমস্যা সমাধানের জন্য বিদেশি পুঁজি বিনিয়োগ, উন্নয়নের কথা বলেছিলেন তিনি৷ সেই মতো এ বার জম্মু কাশ্মীরের সরকারের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর আনল কেন্দ্রীয় সরকার৷ যেখানে সমস্ত সরকারি কর্মচারীরা 5 শতাংশ ডিএ পাবেন৷images 1533565925763 government employees

দীর্ঘদিন ধরে উপত্যকায় বেতন সংক্রান্ত সমস্যা তো ছিলই তার সঙ্গে মহার্ঘ ভাতা৷তাই দীর্ঘদিন পর কেন্দ্র ও রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য 5 শতাংশ হারে মহার্ঘ ভাতা ঘোষণা করল অর্থাত্ এখন থেকে 17 শতাংশ হারে দিয়ে পাবেন সরকারি কর্মচারীরা৷ কেন্দ্রীয় সরকার এই ঘোষণার ফলেই জম্মু কাশ্মীর ও লাদাখের সরকারি কর্মচারীরা এই বিশেষ সুবিধা পেলেন৷ এত দিন অবধি কেন্দ্রের কোনও সুযোগ সুবিধা ভোগ করতে প্রার্থনা কর্মচারীরা কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত হওয়ার পর সপ্তম বেতন কমিশনের সুপারিশ ভোগ করতে পারবেন ওই এলাকার কর্মচারীরা৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে এখন থেকে সপ্তম কমিশনের সমস্ত সুবিধা যেমন পাবেন তেমনই সুপারিশ মেনে অন্যান্য সরকারি কর্মচারীরা যে সমস্ত সুবিধা পান সেগুলিও জম্মু কাশ্মীর ও লাদাখের সরকারি কর্মচারীরা ভোগ করতে পারবেন৷ যে হেতু ওই তিনটি অঞ্চল কেন্দ্র শাসিত অঞ্চলে বিভক্ত হয়ে গিয়েছে তাই এখন থেকে তাঁরা কেন্দ্রের অধীনে রয়েছে৷জানা গিয়েছে তাঁরা এডুকেশনে ভাতা কষ্টের ভাতা ট্রান্সপোর্ট ভাতা সহ একাধিক সুযোগ সুবিধা পেতে চলেছেন৷ যা আগে তাঁদের কাছে নেহাত স্বপ্নের মতো ছিল৷


সম্পর্কিত খবর