Industrial Smart City: ৪০ লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি, ১২ টি নতুন ইন্ডাস্ট্রিয়াল স্মার্ট সিটি তৈরির তোড়জোড় কেন্দ্রের

বাংলাহান্ট ডেস্ক : পেশাগত কারণে, অর্থের চাহিদায় নিজের রাজ্য, জন্মস্থান ছেড়ে বাইরে যেতে হয় অনেককেই। সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ কাজের খোঁজে বাইরে ছেড়ে বাইরে যেতে বাধ্য হন। বিশেষ করে করোনার সময়ে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছিল দেশবাসী। তবে এবার এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে এক নতুন উদ্যোগ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার, যার ফলে আর নিজে বাড়ি, নিজের পরিবার ছেড়ে কাজের খোঁজে বাইরে যেতে হবে না মানুষকে। ১২ টি নতুন ইন্ডাস্ট্রিয়াল স্মার্ট সিটি (Industrial Smart City) তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।

ইন্ডাস্ট্রিয়াল স্মার্ট সিটি (Industrial Smart City) তৈরিতে বড় উদ্যোগ কেন্দ্রীয় সরকারের

দেশের মধ্যে ১০ টি রাজ্যে ১২ টি নতুন ইন্ডাস্ট্রিয়াল স্মার্ট সিটি (Industrial Smart City) তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার মোদী সরকারের কেন্দ্রীয় ক্যাবিনেটের তরফে দেওয়া হয়েছে এই অনুমতি। তারপরেই কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রসারণ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnav) সংবাদ মাধ্যমে এ খবরে শিলমোহর দিয়েছেন। কোন কোন রাজ্যে কোথায় কোথায় তৈরি হবে এই স্মার্ট সিটি (Industrial Smart City) গুলি? অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnav) জানান, তেলেঙ্গানায় জহিরাবাদ, উত্তরাখণ্ডের খুরপিয়া, উত্তরপ্রদেশের আগ্রা এবং প্রয়াগরাজ, মহারাষ্ট্রের দিঘী, পঞ্জাবে রাজপুর পাটিয়ালা, বিহারের গয়া, কেরলের পলক্কড়, রাজস্থানের যোধপুর পালী, মধ্যপ্রদেশের ওরবাকল, কোপ্পার্থীতে তৈরি হবে এই স্মার্ট সিটি গুলি। রিপোর্ট অনুযায়ী, আনুমানিক ২৮,৬০২ কোটি টাকা বাজেট ধার্য করা হয়েছে এই প্রকল্পের জন্য। প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে সর্বমোট প্রায় ৪০ লক্ষ কর্মসংস্থান তৈরি হবে বলে দাবি করা হয়েছে সরকারের তরফে।

আরো পড়ুন : Deepika Padukone: এই মাসেই সেই শুভদিন, কবে কোথায় জন্ম নেবে দীপিকার প্রথম সন্তান? ফাঁস দিনক্ষণ

তৈরি হবে আন্তর্জাতিক মানের স্মার্ট সিটি (Industrial Smart City)

কেন্দ্রীয় মন্ত্রীর তরফে আরো জানানো হয়েছে, আন্তর্জাতিক মানে তৈরি হবে এই ইন্ডাস্ট্রিয়াল স্মার্ট সিটি গুলি। এতে সমগ্র দেশের শৈল্পিক ক্ষেত্রে বড়সড় উন্নতি সাধন হবে বলে মনে করা হচ্ছে। এতে বদলাবে দেশের পরিকাঠামোগত দৃষ্টিভঙ্গি। এতে দেশের নামীদামী শিল্পাঞ্চল এবং শহরগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থাও উন্নত হবে বলে আশাবাদী সরকার। গ্রিনফিল্ম স্মার্ট শহরের রূপে তৈরি হবে এই স্মার্ট সিটি গুলি।

আরো পড়ুন : Mukesh Ambani: বড় চাল মুকেশ অম্বানির, ব্যাঙ্কগুলিকে দশ গোল দিয়ে লোন পরিষেবা শুরু করছে জিও ফিনান্সিয়াল সার্ভিসেস

স্মার্ট সিটি (Industrial Smart City) তৈরিতে ধার্য করা হয়েছে বিপুল বাজেট

অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnav) জানান, রাষ্ট্রীয় শিল্পজাত করিডোর বিকাশ কার্যক্রম (এনআইডিসিপি) এর অধীনে তৈরি হচ্ছে এই বৃহত্তম প্রকল্প। মোট ১০ টি রাজ্যে ৬ টি করিডোর তৈরি করা হবে এই প্রকল্পের অধীনে। এতে কর্মসংস্থানে বিপুল জোয়ার আসবে বলেই আশা করা হচ্ছে।

Industrial Smart City

এই নতুন প্রকল্পে প্রায় দেড় লক্ষ কোটি টাকা বিনিয়োগের ক্ষমতা থাকবে বলে মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শুধু ইন্ডাস্ট্রিয়াল স্মার্ট সিটি নয়, দেশের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে আগামী ৮ বছরের মধ্যে ১৫,০০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন জলবিদ্যুৎ প্রকল্পের উন্নতির জন্য ৪১৩৬ কোটি টাক আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় ক্যাবিনেটের বৈঠকে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর