9 ফেব্রুয়ারির মধ্যে রাম মন্দির নির্মাণ নিয়ে বড়সড় ঘোষণা করতে চলেছে কেন্দ্র

বাংলা হান্ট ডেস্ক : গত বছরের নভেম্বর মাসে দীর্ঘ কয়েক দশক ধরে চলা অযোধ্যা মামলার নিষ্পত্তি ঘটিয়েছে দেশের শীর্ষ আদালত। যোদ্ধার ওই বিতর্কিত জমির উপরে রাম মন্দির নির্মাণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট যদিও মুসলিমদের বিকল্প জমির ব্যবস্থা করে দেওয়া হয়েছে, মন্দির নির্মাণের কাজ কবে শুরু হবে? এ নিয়ে জনগণের প্রশ্নের জবাব দিতে গিয়ে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রচার অনুষ্ঠান থেকে ফলাও করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চার মাস সময় নিয়েছিলেন।

তবে এবার 9 ফেব্রুয়ারির মধ্যে রাম মন্দির নির্মাণের জন্য ট্রাস্ট তৈরির বিষয়ে বড়সড় ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকার। শুনে অযোধ্যা মামলার রায়দানের পর সুপ্রিম কোর্টের তরফে তিন মাসের মধ্যে কেন্দ্রীয় সরকারকে ট্রাস্ট গঠন করার নির্দেশ দেওয়া হয়েছিল। তাই 2 জানুয়ারি তারিখে এবিপি নিউজের শিখর সম্মেলন অনুষ্ঠানের মঞ্চ থেকেই 9 ফেব্রুয়ারি দু তিন মাস সম্পূর্ণ হবে তাই সরকার ওই দিনের মধ্যে কিংবা তার আগে ট্রাস্ট গড়ার সিদ্ধান্ত জানিয়ে দেবে বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।media handler 15

প্রসঙ্গত রাম মন্দিরের জন্য যে ট্রাস্ট নির্মিত হবে তাতে কোনও বিজেপির নেতৃত্ব উপস্থিত থাকবে না, এমনকি সরকারের তরফ থেকে কোনও ভাবে আর্থিক সাহায্য করা হবে না বলে জানা গিয়েছিল। বিশ্ব হিন্দু পরিষদের তরফে দেশ জুড়ে যে চাঁদা তোলা হবে সেই চাঁদাতেই এই মন্দির নির্মাণ হবে।

এমনিতে রামমন্দির নির্মাণের জন্য কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যেতে অতিরিক্ত সচিব নিয়োগ করেছে কেন্দ্রীয় সরকার। জ্ঞানেশ কুমার নামের ওই অতিরিক্ত সচিবের হাতে মন্দির তৈরির কাজকর্ম তদারকির পুরো দায়িত্ব দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর।

সম্পর্কিত খবর