বাংলা হান্ট ডেস্কঃ চলতি বছর শেষের পথে। আসছে ২০২৬ সাল। আর নতুন বছরেই পোয়া বারো হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। আগামী বছরই কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) জন্য অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) লাগু হচ্ছে। এদিকে সম্প্রতি সমস্ত রকম সংশয় দূর করে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন যে, নয়া পে কমিশন বেতন বা ভাতার , পাশাপাশি পেনশন সংক্রান্ত বিষয়েও তাদের সুপারিশ পেশ করবে। ফলত অষ্টম বেতন কমিশন থেকে পেনশন সংশোধন অপসারণ করা হয়েছে কিনা এই নয় যাবতীয় বিভ্রান্তির অবসান হয়েছে।
আপাতত দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা নয়া পে কমিশনের আসার অপেক্ষায়। রিপোর্ট বলছে, নয়া বেতন কমিশনের ফলে দেশের প্রায় ৪৯ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং প্রায় ৬৮ লক্ষ পেনসনার উপকৃত হতে চলেছেন। ২০২৬ সালের জানুয়ারী থেকেই নয়া কমিশন বাস্তবায়ন হবে। প্রতি ১০ বছর অন্তর অন্তর একটি করে পে কমিশন গঠন হয়। ইতিমধ্যেই নয়া পে কমিশনের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে।
সরকারি কর্মী থেকে পেনশনভোগী, কাদের কতটা বেতন বৃদ্ধি? 8th Pay Commission
জানিয়ে রাখি, অষ্টম পে কমিশনে নতুন ফর্মুলায় ফিটমেন্ট ফ্যাক্টরের উপর ভিত্তি করে রিভাইজড স্যালারি হবে বেসিক পে × ফিটমেন্ট ফ্যাক্টর। এর আগে সপ্তম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৫৭। অষ্টম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করতে কিছুটা সময় লাগবে এখনও।
কোটাক ইনস্টিটিউশনাল ইক্যুইটিজ এবং অ্যাম্বিট ক্যাপিটালের অনুমান বলছে, এবার ফিটমেন্ট ফ্যাক্টর ১.৮ থেকে ২.৪৬ এর মধ্যে হতে পারে। ধরে নেওয়া যাক, যদি অষ্টম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর ২.০ নির্ধারণ করা হয়, তাহলে বেতন এবং পেনশন কত বৃদ্ধি পাবে জেনে নিন।
ধরে নেওয়া যাক, যদি কেউ ৩৫,০০০ টাকা বেসিক বেতন পান এবং নতুন ফিটমেন্ট ফ্যাক্টর ২.১১ হয়, তাহলে তার নতুন মূল বেতন হবে ৭৩,৮৫০ টাকা। বেসিক পে নির্ধারণের পর এইচআরএ-এর (HRA) মতো আরও ভাতা যুক্ত হবে। যার ফলে মূল বেতন স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে।
পাশাপাশি ট্রাভেল এলাউন্স বা পরিবহন ভাতার মতো নির্দিষ্ট ভাতাগুলি সাধারণত আলাদাভাবে বিবেচনা করা হয়ে থাকে। এসব অষ্টম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের কয়েক মাসের মধ্যে তা বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মূল বেতনের উপর ভিত্তি করে গণনা করা ডিএর হার। বর্তমানে ৫৮% হারে ডিএ পাচ্ছেন সরকারি কর্মীরা। যদি অষ্টম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের সময় এটি ১২% বৃদ্ধি পায় তাহলে ডিএ ৭০% এ পৌঁছে যাবে। যেহেতুডিএও শূন্যে নামিয়ে আনার বিষয় এখনও বিবেচনা করা হয়নি।

আরও পড়ুন: শুরু হয়ে গেল কাউন্টডাউন! জারি হল FIFA বিশ্বকাপ ২০২৬-এর সম্পূর্ণ শিডিউল, দেখুন তালিকা
সপ্তম বেতন কমিশনের অধীনে কোনও কর্মীর মূল বেতন ৫০,০০০ টাকা হয়ে থাকলে অষ্টম বেতন কমিশন ফিটমেন্ট ফ্যাক্টর ২.০ সুপারিশ করলে, নতুন মূল বেতন ৫০,০০০ × ২.০ = ১,০০,০০০ টাকা, দ্বিগুন হয়ে যাবে। পেনশনভোগীদেরও শিকে ছিঁড়বে। কোনও পেনশনভোগী ৩০,০০০ টাকা পেনশন গ্রহণ করলে ফিটমেন্ট ফ্যাক্টর ২.০ হলে, একজন পেনশনভোগীর মূল পেনশনও প্রায় দ্বিগুন বৃদ্ধি পেয়ে ৬০,০০০ টাকা হয়ে যাবে।












