রাম মন্দিরের পর এবার রাম সেতু! ভারত-শ্রীলঙ্কার মধ্যে ২৩ কিমির “সি ব্রিজ” তৈরির পরিকল্পনা কেন্দ্রের

বাংলা হান্ট ডেস্ক: পৌরাণিক কাহিনি অনুসারে, তামিলনাড়ুর (Tamil Nadu) রামেশ্বরমের ধনুশকোডিকে সেই স্থান হিসাবে বিবেচনা করা হয় যেখানে ভগবান রাম বানর সেনাকে একটি সেতু তৈরি করতে বলেছিলেন। যাতে তাঁর সেনাবাহিনী লঙ্কায় পৌঁছতে পারে। পাশাপাশি, NASA (National Aeronautics and Space Administration)-র ছবি এবং সংশ্লিষ্ট এলাকায় ভাসমান পাথরের উপস্থিতি রাম সেতুর অস্তিত্বের দিকে ইঙ্গিত করে।

এদিকে, ইতিমধ্যেই অযোধ্যায় বহুপ্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধন হয়েছে। পাশাপাশি, সম্পন্ন হয়েছে রামলালার প্রাণপ্রতিষ্ঠাও। এমতাবস্থায়, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সেই দিন খুব একটা বেশি দূরে নেই যেদিন সাধারণ মানুষও ভগবান শ্রীরাম ও তাঁর সেনাবাহিনীর মতো সেতুর ওপর দিয়ে হেঁটে শ্রীলঙ্কায় যেতে পারবে। হ্যাঁ, প্রথমে বিষয়টি পড়ে অবাক হলেও এই বিষয়ে এবার পরিকল্পনা শুরু হয়েছে। মূলত, সরকার ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ২৩ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু নির্মাণের পরিকল্পনা নিয়ে কাজ করছে।

Central Government plans to build 23 km "Sea Bridge" between India and Sri Lanka

নতুন রাম সেতু ধনুশকোডি-তালাইমান্নারকে সংযুক্ত করবে: মূলত, এই সেতুটি পর্যটন ও অর্থনীতিতে বড় ধরণের সহায়তা প্রদান করবে। ভারত সরকার শীঘ্রই ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সংযোগকারী সেতু নির্মাণের কাজ শুরু করবে বলেও জানা গিয়েছে। আধিকারিকদের মতে, সরকার সমুদ্রের ওপর ২৩ কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণের জন্য একটি সমীক্ষা চালাবে। পাশাপাশি, এই সেতু ভারতের তামিলনাড়ুর ধানুশকোডি এবং শ্রীলঙ্কার তালাইমান্নারকে সংযুক্ত করবে।

আরও পড়ুন: এবার বিশ্বকে রক্ষা করবে ভারতের অস্ত্র! রপ্তানি করা হবে ব্রহ্মোস মিসাইলও, চাইছে একাধিক দেশ

সড়কের পাশাপাশি রেল ব্রিজও নির্মাণ করা হবে: এই প্রকল্পের কাজ NHAI (ন্যাশনাল হাইওয়ে অথরিটি ইন্ডিয়া) করছে। নতুন রাম সেতু হবে ২৩ কিলোমিটার দীর্ঘ। সড়কের পাশাপাশি, রেল সেতুও তৈরি হবে। এর মাধ্যমে ভারত থেকে শ্রীলঙ্কায় পণ্য পরিবহনের খরচ ৫০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা সম্ভব হবে। NHAI-এর আধিকারিকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, ৬ মাস আগে স্বাক্ষরিত অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা চুক্তি ৪০,০০০ কোটি টাকার এই উন্নয়নের পথ প্রশস্ত করেছে। এর মধ্যে রয়েছে ADB দ্বারা সমর্থিত রাম সেতুর নতুন রেল লাইন এবং এক্সপ্রেসওয়েও। শীঘ্রই এই সংক্রান্ত সমীক্ষার কাজ শুরু হবে।

আরও পড়ুন: পাত্তা পাবে না আরব! এবার ভারতেই জলের দরে পেট্রোল-ডিজেল, দেশবাসীকে সুখবর দিতে চলেছেন আম্বানি

উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি তামিলনাড়ুর ধনুশকোডির কাছে আরিচল মুনাই পরিদর্শন করেছিলেন। এই স্থানটিকে রাম সেতুর সূচনা বিন্দু হিসেবে বিবেচনা করা হয়। এদিকে, রাম সেতুর প্রসঙ্গ অসংখ্য তামিল গ্রন্থের পাশাপাশি তামিল রাজাদের বিভিন্ন শিলালিপি/তাম্র প্লেটে উল্লেখ রয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর