গোটা দেশে ঢুকছে বেসরকারি বিদ্যুৎ সংস্থা, বিল বাড়বে না কমবে? শুরু নতুন বিতর্ক

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্কঃ দেশের বিদ্যুৎ পরিষেবায় বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার (Central Government)। এবার বেসরকারি সংস্থারাও সরাসরি গ্রাহকদের কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারবে। সম্প্রতি এই নিয়ে নতুন আইন আনছে নরেন্দ্র মোদির সরকার। সরকারের দাবি, এতে গ্রাহকেরও লাভ হবে, আর সংস্থারও। তবে অনেকেই মনে করছেন, এতে বিদ্যুৎ বিল আরও বেড়ে যেতে পারে।

কোথায় কোথায় বিদ্যুৎ দেয় সরকারি সংস্থ

এখনও দেশের বেশিরভাগ জায়গায় বিদ্যুৎ সরবরাহ করে সরকারি সংস্থাগুলি। শুধু দিল্লির আশেপাশে, কলকাতা, ওড়িশা, গুজরাট ও মহারাষ্ট্রের মতো কিছু রাজ্যে বেসরকারি সংস্থা বিদ্যুৎ দেয়। দেশের বাকি জায়গায় সরকারি বিদ্যুৎ সংস্থারই দাপট। কিন্তু এই সংস্থাগুলির অনেকেই এখন লোকসানে চলছে। বহু জায়গায় বিদ্যুৎ বিল আদায় ঠিক মতো হচ্ছে না, ফলে ঋণের বোঝা বাড়ছে সরকারের ওপর।

কেন্দ্রের (Central Government) নতুন আইনে কী বলা হয়েছে?

সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, বিদ্যুৎ মন্ত্রক নতুন যে বিল আনছে, তাতে বলা হয়েছে যে দেশের সব এলাকাতেই বেসরকারি সংস্থা বিদ্যুৎ দিতে পারবে। একই এলাকায় একাধিক সংস্থা দরপত্র জমা দিতে পারবে বিদ্যুৎ বিক্রির জন্য। সরকারের (Central Government) মতে, এতে প্রতিযোগিতা বাড়বে, সংস্থাগুলি ভালো পরিষেবা দিতে বাধ্য হবে, আর গ্রাহকরাও সস্তায় বিদ্যুৎ পাবে। তবে বিরোধীরা বলছেন, এতে উল্টে দাম বাড়বে বিদ্যুতের, আর লাভবান হবে বড় বড় কর্পোরেট সংস্থা যেমন আদানি, টাটা বা সিইএসসি।

এছাড়া নতুন খসড়া বিলে আরও বলা হয়েছে, সরকার (Central Government) যদি কোনও গ্রাহককে সাহায্য করতে চায়, তাহলে ভরতুকির টাকা সরাসরি সেই গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। এতে প্রকৃত গ্রাহকই উপকৃত হবেন বলে মনে করছে কেন্দ্র।

Central Government to Bring New Bill Allowing Private Companies to Sell Electricity

আরও পড়ুনঃ পুরনিয়োগ দুর্নীতিতে সুজিত বসুর দপ্তর সহ ১৩ জায়গায় তল্লাশি ইডির, উদ্ধার নগদ ৪৫ লক্ষ টাকা

তবে বেসরকারিকরণের ফলে সরকারি কর্মীদের মধ্যে চিন্তা বেড়েছে। তাঁরা আশঙ্কা করছেন, এতে চাকরির নিরাপত্তা কমবে। এর আগে ২০২২ সালেও কেন্দ্র (Central Government) এমন একটি বিল আনার চেষ্টা হয়েছিল, কিন্তু কর্মীদের প্রতিবাদে তা আটকে যায়। এবারও তীব্র বিরোধিতা হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।